আন্তর্জাতিক ডেস্ক

  ২৮ জুলাই, ২০১৭

রুশ প্র্যাংকস্টারের ফাঁদে রিকি পেরি

বিদেশে কয়লা অনুসন্ধান, গ্যাস পাইপলাইন আর শুয়োরের বিষ্ঠা থেকে নতুন জ্বালানির সম্ভাবনা নিয়ে কথা হচ্ছিল। ফোনের এক প্রান্তে ছিলেন যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী রিকি পেরি, আর অন্য প্রান্তে ইউক্রেইনের প্রধানমন্ত্রী ভøাদিমির গ্রোইসমান আছেন বলেই তিনি জানতেন। কিন্তু ঘটনা আসলে অন্যরকম। ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ভøাদিমির কুজনেৎসভ ও অ্যালেক্সেই স্তোলিয়ারভ নামের দুই রুশ প্র্যাংকস্টারের সর্বশেষ তামাশার শিকার হয়েছেন ট্রাম্পের জ্বালানিমন্ত্রী। যুক্তরাষ্ট্রের জ্বালানি মন্ত্রণালয়ের মুখপাত্র শাইলিন হাইনসও ঘটনাটি স্বীকার করেছেন। ওয়াশিংটন পোস্টকে তিনি বলেছেন, উচ্চপদস্থ কর্মকর্তা বা সেলিব্রিটি কারো পরিচয় দিয়ে এ রকম তামাশার ফাঁদে ফেলার জন্য ওই দুজন পরিচিত। এরা সেই ব্যক্তিদের নাম ধরে এই তামাশাটা করে, যাদের অবস্থান কোনো বিষয়ে সরকারের নীতির সঙ্গে মেলে না। এ ক্ষেত্রে রসিকতাটা করা হয়েছে ইউক্রেইনের জ্বালানি নিরাপত্তা নীতি নিয়ে। মাত্র কয়েক সপ্তহ আগে ইউক্রেইনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কোর সঙ্গে বৈঠক করে আসা রিকি পেরি গত ১৯ জুলাই যখন ‘ইউক্রেইনের প্রধানমন্ত্রীর’ ফোন পেলেন, স্বাভাবিকভাবেই অন্য কিছু মাথায় আসেনি তার। ওয়াশিংটন পোস্ট লিখেছে, দুই প্র্যাংকস্টারের একজন নিজেকে প্রধানমন্ত্রী ভøাদিমির গ্রোইসমান হিসেবে পরিচয় দেন। আর অন্যজন প্রধানমন্ত্রীর দোভাষীর ভূমিকা নেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist