আন্তর্জাতিক ডেস্ক

  ১৭ এপ্রিল, ২০১৯

মমতার অভিযোগ

কংগ্রেসের হয়ে বাংলায় খাটছে আরএসএস

পশ্চিমবঙ্গে অভিযোগটা তুলেছিলেন উত্তরবঙ্গ সফরেই। গত সোমবার, বছরের প্রথম দুপুরে, একদা কংগ্রেসের খাসতালুক মুর্শিদাবাদে এসে কংগ্রেসের আরএসএস যোগের সেই অভিযোগের তীর ফের তূণ থেকে বার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিযোগ করলেন, এ জেলার দুই কংগ্রেস প্রার্থী আদতে আরএসএসের ‘ছায়া’য় লড়াই করছে তৃণমূলের বিরুদ্ধে। সেই ব্যাপারে ‘স্পষ্ট তথ্য’ও যে রয়েছে তার কাছে, দুপুরে রোদে মাঠ বোঝাই জনতার সামনে সেই দাবিও জানিয়ে গেলেন তিনি।

এদিন মুর্শিদাবাদের বেলডাঙার সিআরজিএস মাঠে এবং ভগবানগোলার লিয়াকতনগরে দুটি জনসভা থেকেই তৃণমূল নেত্রী বলেন, আরএসএস সদলে বাংলায় এসে কংগ্রেসের হয়ে দুটি আসনে খাটছে।

বেলডাঙায় মমতা বলেন, বিজেপি-কংগ্রেস আঁতাতের স্পষ্ট প্রমাণ রয়েছে আমার কাছে। এ জেলায় জঙ্গিপুর আসনে কংগ্রেসের প্রার্থী হয়েছেন প্রণববাবুর ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়। বাবা গিয়েছিলেন নাগপুরে আরএসএস দফতরে, তারই পুরস্কার পাচ্ছেন কংগ্রেস প্রার্থী। বহরমপুরে অধীরের হয়েও নেমে পড়েছে আরএসএস।

বৈশাখের রোদে পুড়েও ভগবানগোলার মাঠ উপচে পড়েছিল মমতার তীর কোন দিকে ছোটে, তা দেখার জন্য। তাদের কাছেও তৃণমূল নেত্রী জানিয়ে গেলেন, কংগ্রেসের ওই দুই প্রার্থীকে বলি, মুখ খোলাবেন না। আপনারাও ভেবে দেখুন, এদের ভোট দিলে পরোক্ষে আরএসএসকেই প্রশ্রয় দেওয়া হবে কি-না।

অধীর অবশ্য মমতার মন্তব্য শুনে বলছেন, মমতা নিজেই তো দুইবার বিজেপির সঙ্গে ঘর করেছে। সেই কালি মুছতেই এখন আমাদের বিরুদ্ধে এই অপপ্রচার। অভিজিতের কথায়, মমতা কি আমাদের ফোন ট্যাপ করছেন? নাহলে এ তথ্য জানলেন কী করে।

সাবেক প্রদেশ কংগ্রেস সভাপতি অধীরের বিরুদ্ধে মমতার রোষের ঝাঁঝ এ দিনও স্পষ্ট হয়েছে বারবার।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close