আন্তর্জাতিক ডেস্ক

  ১১ নভেম্বর, ২০১৮

বেড়ে যাচ্ছে দাদা-দাদির সংখ্যা

বিশ্বের নানা দেশে নারীদের সন্তান জন্মদানের হার উল্লেখযোগ্যভাবে কমে গেছে। এতে ভবিষ্যতে নাতি-নাতনির চেয়ে দাদা-দাদির সংখ্যা বেড়ে যাবে বলে জানিয়েছেন গবেষকরা। সম্প্রতি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে দেখা গেছে, বিশ্বের প্রায় অর্ধেক দেশে জন্মহার মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। জনসংখ্যার আকার ধরে রাখতে শিশুর সংখ্যা যথেষ্ট নয় বলে মনে করা হচ্ছে। গবেষণায় বলা হয়, ১৯৫০ সালের দিকে নারীরা তাদের পুরো জীবনে গড়ে চার দশমিক সাতটি শিশু জন্ম দিতেন। কিন্তু গত বছর প্রতিটি নারী গড়ে দুই দশমিক চারটি শিশুর জন্ম দিয়েছেন। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভ্যারুমনের পরিচালক অধ্যাপক কিস্টোফার মুরি বলেন, অর্ধেকেরও বেশি দেশে জন্ম দেয়ার হার কমে গেছে। জনসংখ্যার আকার ধরে রাখার জন্য যা যথেষ্ট নয়। এতে এশিয়া ও আফ্রিকার জন্মহার প্রায় ঠিক থাকলেও ইউরোপ, যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়ার মতো অর্থনৈতিকভাবে উন্নত দেশগুলোতে জন্মহার মারাত্মভাবে কমে গেছে। মেডিকেল জার্নাল ল্যানসেটে প্রকাশিত নিবন্ধে এসব তথ্য পাওয়া গেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close