আন্তর্জাতিক ডেস্ক

  ০৯ অক্টোবর, ২০১৮

নিউইয়র্কে লিমোজিন গাড়ি দুর্ঘটনায় নিহত ২০

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি বিলাসবহুল লিমোজিন গাড়ি দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। রোববার এই তথ্য নিশ্চিত করেছে পুলিশ। পুলিশ জানায়, শনিবার বিকেলের দিকে এই দুর্ঘটনা ঘটে। এসইউভি স্টাইল এই লিমোজিনটি নিয়ন্ত্রণ হারিয়ে ভিড়ের মধ্যে প্রবেশ করে। পরে একটি দোকানে ধাক্কা লেগে থামে গাড়িটি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানায়, উঁচু টিলা থেকে দ্রুতগতিতে নেমে যাচ্ছিল গাড়িটি। অ্যাপেল ব্যারেল কান্ট্রি স্টোর অ্যান্ড ক্যাফের নামের একটি দোকানের সামনে জড়ো ক্রেতাদের ধাক্কা দেয় গাড়িটি। দোকানের ম্যানেজার জেসিকা কিরবি বলেন, গাড়ি পার্ক করার স্থানে দাঁড়িয়ে থাকা ক্রেতাদের ধাক্কা দেওয়া হয়। সে সময় ঘণ্টায় অন্তত ৯৭ কিলোমিটার গতি ছিল গড়িটির। আমি ঘটনাটির বর্ণনা দিতে চাই না, মনে করতে চাই না। কলম্বাস ডে উপলক্ষে ছুটির দিন ছিল সেদিন। ফলে অনেক মানুষ জড়ো হয়েছিল স্টোরটিতে। যুক্তরাষ্ট্রের জাতীয় সড়ক নিরাপত্তা বোর্ড এক ?টুইট বার্তায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছে তারা ঘটনাটির তদন্ত করছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close