আন্তর্জাতিক ডেস্ক

  ০৬ অক্টোবর, ২০১৮

আমেরিকা ইরানের সঙ্গে যুদ্ধ চায় না

আমেরিকার সেন্ট্রাল কমান্ডের প্রধান জোসেফ ভোটেল বলেছেন, ইরান ইস্যুতে তার দেশ যুদ্ধের পথে এগোচ্ছে না। তিনি বৃহস্পতিবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন। জেনারেল ভোটেল আরো বলেছে, আমেরিকা এই মুহূর্তে কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ বাড়াচ্ছে। আমি এ পদ্ধতিকে সমর্থন করি। কারণ ইরানের সঙ্গে যুদ্ধের প্রয়োজন আছে বলে মনে করি না। জেনারেল ভোটেল এ বক্তব্য দিলেও কোনো কোনো মার্কিন নেতা মাঝেমধ্যেই ইরানের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে যাচ্ছেন। এ ছাড়া নানা উপায়ে ইরানের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে যাচ্ছে।

গত মাসে ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আহওয়াজ শহরে সামরিক কুচকাওয়াজের সময় সন্ত্রাসীদের হামলায় অন্তত ২৫ জন শহীদ হয়েছেন। এই হামলার জন্য ইরান আমেরিকা ও তার আঞ্চলিক মিত্র দেশগুলোকে দায়ী করেছে। ইরান বলেছে, আমেরিকার দিকনির্দেশনায় এ হামলা চালানো হয়েছে। এ ছাড়া আমেরিকা আন্তর্জাতিক পরমাণু সমঝোতা থেকে একতরফাভাবে সরে গেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close