আন্তর্জাতিক ডেস্ক

  ০১ জুলাই, ২০১৮

বাণিজ্যযুদ্ধ

মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসিয়েছে কানাডা

মার্কিন গ্রীষ্মকালীন পণ্যের বিরুদ্ধে প্রতিশোধমূলক শুল্ক বসিয়েছে কানাডা। কানাডা সরকার বলেছে, মার্কিন বাণিজ্যযুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত তারা এভাবে শুল্ক বসানো অব্যাহত রাখবে। মার্কিন যেসব পণ্যের বিরুদ্ধে কানাডা সরকার এখন প্রতিশোধমূলক শুল্ক বসিয়েছে সেগুলো হলো ফ্লোরিডার কমলা লেবুর জুস এবং ওহাইওর টমেটো কেচাপ। চলতি মাসে কানাডার স্টিল ও অ্যালুমিনিয়ামের ওপর মার্কিন সরকার বড় রকমের শুল্ক বসিয়েছে। এ বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিল কানাডা সরকার। ১ হাজার ২৬৩ কোটি ডলার মূল্যের মার্কিন পণ্যের ওপর শুল্ক বসানোর এ সিদ্ধান্ত আগামীকাল (রোববার) থেকে কার্যকর হবে। জুলাই মাসে আমেরিকার স্বধীনতা দিবস পালিত হবে। এর আগে কানাডা সরকার মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করল।

এ সম্পর্কে হ্যামিল্টনে কানাডার পররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিলান্ড বলেন, আমাদের সামনে প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়া ছাড়া কোনো পথ নেই এবং আমরা সেটাই করছি। আমরা এ বাণিজ্য যুদ্ধ বাড়াব না আবার আমাদের অবস্থান থেকে সরেও আসব না। কানাডা ও আমেরিকার মধ্যে বার্ষিক ছয় হাজার ৭৩৯ কোটি ডলারের বাণিজ্য রয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist