reporterঅনলাইন ডেস্ক
  ২৬ মে, ২০১৮

পরমাণু সমঝোতায় টিকে থাকা নির্ভর করছে ইউরোপের ওপর : ইরান

ইরানের শীর্ষ পরমাণু আলোচক আব্বাস আরাকচি বলেছেন, ২০১৫ সালে পাশ্চাত্যের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতায় তার দেশ টিকে থাকবে কিনা, সে বিষয়ে তেহরান অচিরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সমঝোতা থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তিনি এ সমঝোতায় বর্ণিত ইরানের স্বার্থ রক্ষার গ্যারান্টি দেওয়ার জন্যও ইউরোপের প্রতি আহ্বান জানিয়েছেন।

আব্বাস আরাকচি বিষয়টি নিয়ে তার ইউরোপীয় সমকক্ষদের সঙ্গে আলোচনা করার জন্য গতকাল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা পৌঁছে এ আহ্বান জানান। তিনি বলেন, ‘পরমাণু সমঝোতায় থাকব নাকি বেরিয়ে যাব, সে বিষয়ে আমরা এখনো সিদ্ধান্ত নেইনি। একটি সদস্য এটি থেকে বেরিয়ে যাওয়ার পর সমঝোতার বাকি সদস্য দেশগুলো ইরানের ক্ষতি কীভাবে পুষিদের দেয়, বিষয়টি তার ওপর নির্ভর করছে।’

ইরানের শীর্ষ পরমাণু আলোচক আরো বলেন, আমেরিকা এ সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর নিষেধাজ্ঞা পুনর্বহাল করার পর ইউরোপ কীভাবে ইরানের অর্থনৈতিক স্বার্থ রক্ষার গ্যারান্টি দেয়, সেটাই এখন তেহরানের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

গত ৮ মে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ব্রিটেন, জার্মানি, রাশিয়া, চীন ও ফ্রান্স এটি অক্ষুণœ রাখতে নিজেদের প্রতিশ্রুতি ঘোষণা করেছে। তবে আমেরিকার অসহযোগিতা সত্ত্বেও তারা কীভাবে এটি টিকিয়ে রাখবে, সেটি এখন বড় প্রশ্ন।

তেহরান বলেছে, ইউরোপ যতক্ষণ ইরানের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করতে পারবে ততক্ষণ তেহরান এ সমঝোতায় অটল থাকবে। প্রয়োজনে এটি থেকে বেরিয়ে গিয়ে পরমাণু কর্মসূচিকে আগের চেয়েও শক্তিশালী করারও হুমকি দিয়ে রেখেছে ইরান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist