আন্তর্জাতিক ডেস্ক

  ১৪ মার্চ, ২০১৮

সিরিয়ায় একক পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র!

জাতিসংঘের নিরাপত্তা পরিষদ সিরিয়ার পরিস্থিতি মোকাবিলা করতে না পারলে এককভাবে পদক্ষেপ নেবে যুক্তরাষ্ট্র। জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের দূত নিকি হ্যালি এই হুঁশিয়ার দিয়েছেন। গত সোমবার নিরাপত্তা পরিষদের বৈঠকে এ কথা বলেন তিনি। সিরিয়ার দামেস্ক ও পূর্ব ঘৌতায় ৩০ দিনের যুদ্ধবিরতি কার্যকর না হওয়ার পরিপ্রেক্ষিতে এ সতর্কবার্তা দিয়েছেন নিকি হ্যালি। তনি জানান, গত বছরে রাসায়নিক হামলার প্রতিক্রিয়ায় নিজ উদ্যোগেই সিরিয়ার বিমান ঘাঁটিতে হামলা করেছিল যুক্তরাষ্ট্র। যদি একলাই চলতে হয়, তাহলে যুক্তরাষ্ট্র এ রকম হামলা আবার করতে সক্ষম বলে হুঁশিয়ারি দেন তিনি। এদিকে, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জানান, রাশিয়ার সমর্থনে আসাদ বাহিনীর বিদ্রোহী দমন অভিযানের কারণে সেখানকার অবস্থা শোচনীয়। দামেস্ক, ইদলিব, আফরিন ও পূর্ব ঘৌতায় এখনো চলছে সহিংসতা। এসব এলাকায় ত্রাণ কার্যক্রমও ঠিকমতো চালানো যাচ্ছে না। তিনি বলেন, কোনো ধরনের যুদ্ধবিরতির খবর আমাদের জানা নেই।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist