আল মামুন মিলন, পার্বতীপুর (দিনাজপুর)

  ০৬ জুলাই, ২০২০

খানজার আলী মামুন যেভাবে টাকার কুমির

খানজার আলী মামুন ও ইমরান নামে দুজনকে আটক করে ঢাকা ডিবি পুলিশ। ঢাকায় মোহাম্মদপুর হুমায়ুন রোডে অবৈধ ক্যামিকেলের ব্যবসা করার অভিযোগে তাদের সম্প্রতি গ্রেফতার করে পুলিশ। জানা যায়, খানজার আলী মামুন দীর্ঘদিন ধরে ঢাকার মোহাম্মদপুর হুমায়ুন রোডে অবৈধভাবে ক্যামিকেল ও রাসায়নিক পদার্থের ব্যবসা করত। সম্প্রতি ডিবি পুলিশ ঢাকা হুমায়ন রোড মোহাম্মদপুর অফিসে অভিযান চালিয়ে ইমরান নামে মামুনের এক সহযোগীকে আটক করে। এ সময় ক্যামিকেলের কোটি টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়। সেই সূত্র ধরেই বেরিয়ে আসে খানজার আলী মামুনের আঙুল

ফুলে কলাগাছ বা টাকার কুমির হওয়ার কাহিনি।

আটক করা ইমরানের শিকারোক্তি অনুযায়ী গত বুধবার রাতে পার্বতীপুর মডেল থানা পুলিশের সহযোগিতায় দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার জাহানাবাদ এলাকা থেকে খানজার আলী মামুনকে ডিবি পুলিশ আটক করেছে। এর বাড়ি দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার পৌর এলাকার সাহেবপাড়া মহল্লায়। তার বাবা আবুল কালাম আজাদ ছিলেন সাবেক পৌরসভার কাউন্সিলর। আটক করা ইমরান পার্বতীপুর পৌর এলাকার সাহেবপাড়া মহল্লার আবদুল মতিন সরকারের ছেলে। পার্বতীপুর মডেল থানা অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এলাকাবাসী জানান, খানজার আলী মামুন ঢাকা কলেজ থেকে লেখাপড়া শেষ করে সেখানে ব্যবসা শুরু করেন। এলাকায় মামুনের অল্প সময়ে কোটিপতি হিসেবে লোকমুখে পরিচিতি ঘটে। মসজিদ, মন্দির ও সামাজিক খেলাধুলায় বিপুল পরিমাণ অর্থ ব্যয়ের আড়ালে অবৈধ অর্থ উপার্জনসহ পার্বতীপুর শহরের বাইপাস সড়কের পাশে কোটি টাকা মূল্যের জমি ক্রয় এবং বছিরবানিয়া এলাকায় অল্প কিছু দিনের মধ্যে একটি ইট ভাটার মালিক বনে যায় মামুন। সে এলাকায় প্রাইভেট কারে চলাচল করত বলে জানা যায়। মামুনের বাবা ছোটখাটো ব্যবসা করে জীবনযাপন করত বলে স্থানীয়রা জানা যায়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close