জাবি প্রতিনিধি

  ৩০ মার্চ, ২০২০

কর্মহীন ১২০ পরিবারকে খাদ্য সহায়তা দিলেন জাবির ৩ শিক্ষক

করোনা আতঙ্কে বাইরে মানুষজনের চলাচল কমে গেছে। এতে বিপাকে পড়েছেন নিম্নআয়ের খেটে খাওয়া মানুষর। কর্মহীন হয়ে পড়েছেন তাদের অনেকে। এমন পরিস্থিতিতে দুর্ভোগে পড়া ১২০টি পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তিন শিক্ষক। এরা হলেন পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. মশিউর রহমান, সহকারী অধ্যাপক শরিফুল ইসলাম ও প্রভাষক মোহাম্মদ মাকসুদুর রহমান। গতকাল শনিবার ও আজ রোববার তারা জাবিসংলগ্ন গেরুয়া, আমবাগান ও ইসলামনগর এলাকার এসব পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, করোনার বিস্তার ঠেকাতে গত ১৮ মার্চ থেকে জাবি বন্ধ রয়েছে। এতে ক্যাম্পাসের ওপর নির্ভরশীল রিকশাচালক, চা বিক্রেতা, বিভিন্ন দোকানের শ্রমিক প্রভৃতি পেশার মানুষ বিপাকে পড়েছে। তাদের উপার্জন প্রায় বন্ধ হয়ে গেছে। এছাড়া বাইরে বের হতে না পারায় ক্যাম্পাসসংলগ্ন এলাকার দিনমজুরদের আয়ের পথও বন্ধ। এ রকম ১২০টি পরিবারের তালিকা করে তাদের মাঝে ১০ কেজি চাল, এক কেজি ডাল, এক লিটার তেল ও একটি সাবান বিতরণ করেছেন তারা। এর মধ্যে শনিবার প্রায় ৯০টি পরিবার ও রোববার অবশিষ্ট পরিবারগুলোর মাঝে খাদ্য বিতরণ করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষক ও শিক্ষার্থী সহযোগিতা করেন।

উদ্যোক্তা সহযোগী অধ্যাপক মো. মশিউর রহমান বলেন, ‘এরই মধ্যে দেশ ও দেশের বাইরে থেকে কেউ কেউ আর্থিক সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন। এসব সহযোগিতা পেলে দ্বিতীয় ধাপে আরো কিছু মানুষের কাছে খাবার পৌঁছে দিতে পারব।’

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম বলেন, ‘বিতরণ করেছে কিনা জানি না। তবে শুনেছিলাম, তারা করতে চান। ক্যাম্পাসের বাইরে গিয়ে বিতরণ করলে ঠিক আছে। গরিব মানুষকে সহযোগিতা করা আমি সবসময়ই পছন্দ করি। কারণ এটা আমার জীবনের একটা ব্রত যে, আমরা তাদের কতটা ভালো রাখতি পারি। তবে এখন নিজেকে বাঁচানো সবার দায়িত্ব। প্রত্যেকে নিজেকে বাঁচালে প্রকৃতপক্ষে সবাই বেঁচে যাবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close