কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

  ২৮ জানুয়ারি, ২০২০

লক্ষ্মীপ্যাঁচার ৩ বাচ্চা উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জ ফায়ার সার্ভিস অফিস থেকে তিনটি লক্ষ্মীপ্যাঁচার বাচ্চা উদ্ধার করেছেন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের কর্মীরা।

গতকাল সোমবার সকালে ফায়ার সার্ভিস কার্যালয়ের ভবনের ছাদ থেকে এই লক্ষ্মীপ্যাঁচাগুলো উদ্ধার করা হয়। বর্তমানে এই প্রাণীগুলো বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনে পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে। বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব বলেন, ‘ফায়ার সার্ভিসের ছাদে পরিষ্কার-পরিচ্ছন্ন কাজ করতে গেলে ফায়ার সার্ভিসের কর্মীরা তিনটি লক্ষ্মীপ্যাঁচার বাচ্চা দেখতে পায়। পরে ফায়ার সার্ভিসের ইনচার্জ আবদুল কাদির আমাদের খবর দিলে আমরা লক্ষ্মীপ্যাঁচার বাচ্চাগুলো নিয়ে আসি। এগুলোর বয়স ১ মাস হবে। কাক কিংবা অন্য কোনো প্রাণী এই বাচ্চাদের আঘাত করেছে বলে আমরা ধারণা করছি। এগুলো পুরোপুরিভাবে এখনো উড়তে পারে না। আমরা এগুলো সেবা ফাউন্ডেশনে পর্যবেক্ষণে রেখেছি। লক্ষ্মীপ্যাঁচা নিশাচর প্রাণী রাতের বেলায় এদের বিচরণ। সুস্থ মনে হলে এগুলো বনে অবমুক্ত করা হবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close