চুয়াডাঙ্গা প্রতিনিধি

  ০৯ জুন, ২০১৯

পুলিশ সদস্যের ছুরিকাঘাতে শাশুড়ি নিহত

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ উঠেছে এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। গত শুক্রবার ভোররাতে এ হত্যাকান্ডের পর অসীম কুমার ভট্টাচার্য নামে ওই পুলিশ সদস্য পলাতক। তিনি চুয়াডাঙ্গা জেলা পুলিশের সিআইডি বিভাগে কনস্টেবল হিসেবে কর্মরত।

নিহতের নাম শেফালী অধিকারী (৪৮)। তার মেয়ে ফাল্গুনী অধিকারী, ছেলে আনন্দ অধিকারী ও স্বামী সদানন্দ অধিকারী ছুরিকাঘাতে আহত হয়েছেন। তারা কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন। পারিবারিক কলহের জেরে এ হত্যাকান্ড ঘটে বলে আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) শেখ মাহবুবুর রহমান জানিয়েছেন।

কনস্টেবল অসীম স্ত্রী ফাল্গুনীকে নিয়ে আলমডাঙ্গা উপজেলা শহরের কলেজপাড়ার ভাড়া বাড়িতে থাকতেন। পাশের মহল্লা মাদরাসাপাড়ায় থাকে ফাল্গুনীর পরিবার।

পুলিশ কর্মকর্তা মাহবুব বলেন, ‘পারিবারিক কলহের কারণে গত রাতে ফাল্গুনী বাবার বাড়ি চলে গিয়েছিলেন। রাত ২টার দিকে অসীম শ্বশুরবাড়ি গিয়ে স্ত্রীকে ডাকাডাকি শুরু করে।’

স্ত্রী ফাল্গুনী দরজা খুললে অসীম অতর্কিতে তাকে ছুরিকাঘাত করে। এ সময় শ্বশুর, শাশুড়ি ও শ্যালক ছুটে এলে তাদেরও ছুরিকাঘাত করে পালিয়ে যায় অসীম।

ছুরিকাঘাতে শেফালী ঘটনাস্থলেই প্রাণ হারান। অন্যদের হাসপাতালে পাঠায় প্রতিবেশীরা। স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পলাতক কনস্টেবলকে গ্রেফতারে চেষ্টা চলছে বলে জানান পরিদর্শক মাহবুব।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close