নিজস্ব প্রতিবেদক

  ১৪ সেপ্টেম্বর, ২০১৮

সেমিনারে যোগ দিতে সেনাপ্রধান আজ ভারত যাচ্ছেন

ভারতের পুনেতে চলমান বিমসটেকের মাল্টি ন্যাশনাল ফিল্ড ট্রেনিং এক্সারসাইজে (মাইলেক্স) যোগ দিতে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ আজ শুক্রবার ঢাকা ছাড়ছেন। আগামীকাল শনিবার বিমসটেকের সদস্য দেশগুলোর সেনাপ্রধানদের নিয়ে গঠিত চিফস কনস্লেভের অংশগ্রহণে Possibility of Creating Viable Regional Security Architecture to Deal with Threats–Terrorism and Transnational Crime শীর্ষক সেমিনারে বাংলাদেশ সেনাপ্রধান বক্তব্য দেবেন। গতকাল বৃহস্পতিবার আইএসপিআর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত দিনব্যাপী এ অনুশীলনে সদস্য দেশগুলোর মধ্যে বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, নেপাল, শ্রীলংকা এবং থাইল্যান্ডের সেনাসদস্যরা অংশগ্রহণ করছেন। এ ছাড়াও বিমসটেকের সদস্য দেশসমূহের সেনাপ্রধানদের নিয়ে গঠিত চিফস কনস্লেভের অংশগ্রহণে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। এতে সব সদস্য দেশের সেনাপ্রধানদের সঙ্গে বাংলাদেশের সেনাপ্রধানও যোগ দেবেন। এ ছাড়া অনুশীলনের সমাপনী অনুষ্ঠানেও উপস্থিত থাকবেন তিনি। আগামী ১৭ সেপ্টেম্বর তার দেশে ফেরার কথা রয়েছে। বে অব বেঙ্গল ইনেশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) মাইলেক্স গত ১০ সেপ্টেম্বর শুরু হয়েছে। শেষ হবে ১৬ সেপ্টেম্বর।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close