reporterঅনলাইন ডেস্ক
  ১৭ আগস্ট, ২০১৭

ফিজেট স্পিনার খেলাটি নিয়ে সতর্ক হোন

শিশু-কিশোর ও যুবাদের মধ্যে ইদানিং ফিজেট স্পিনার ডিভাইসকেন্দ্রিক খেলাটি বেশ জনপ্রিয় হয়ে উঠছে। খেলা্টিও বেশ মজার। মূলত কোনো কিছুতে ফোকাস থাকার জন্য ছাত্ররা এই ফিজেট স্পিনার ব্যবহার করে খেলা করে থাকে। বর্তমানে দেশেও শিশু-কিশোরদের মধ্যে খেলাটি ঘিরে ব্যাপক আগ্রহ লক্ষ্য করা গেছে।

সম্প্রতি মার্কিন সরকার ব্যাটারিচালিত ফিজেট স্পিনার নিয়ে নিরাপত্তা নির্দেশনা জারি করেছে। ইউএস কনজুমার প্রোডাক্ট সেইফটি কমিশন (সিপিএসসি)-এর পক্ষ থেকে এই সতর্কবার্তা দেয়া হয়েছে। সম্প্রতি ব্যাটারিচালিত কয়েকটি ফিজেট স্পিনারে আগুন লাগার ঘটনার প্রেক্ষিতে এই নির্দেশনা জারি করা হয়েছে। এরআগে গত জুন মাসে যুক্তরাষ্ট্রের অ্যালাবামা অঙ্গরাজ্যের একটি বাসায় ৪৫ মিনিট ধরে চার্জ দেওয়ার পর একটি ফিজেট স্পিনার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।

ফিজেট স্পিনার নিয়ে সিএনএনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সারারাত ধরে চার্জ না দেয়া। এসব ফিজেট স্পিনারের মধ্যে কয়েকটিতে ব্লুটুথ ও রয়েছে। তাই ফিজেট স্পিনার ব্যবহারকারীদের বা যারা এই ডিভাইস কিনতে যাচ্ছেন তাদের উচিৎ আগেই সতর্ক থাকা। এছাড়াও সতর্কবার্তার বিবৃতিতে সিপিএসসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যান মেরি জানান, ছোট বাচ্চাদের কাছ থেকেও নিরাপদ দূরত্বে রাখুন ডিভাইসটি। প্লাস্টিক ও ধাতব পদার্থ দিয়ে বানানো ফিজেট স্পিনারগুলো ভেঙে টুকরো হলে ঘটতে পারে দুর্ঘটনা। সেইসঙ্গে ফিজেট স্পিনার শিশুদের মুখে নেয়াও উচিত নয়।

অন্যদিকে সিপিএসসি বারো ও তার কমবয়সী শিশুদের জন্য আনা ফিজেট স্পিনারগুলো মার্কিন খেলনা নির্মাণ আইন মেনে চলে কিনা তা নিশ্চিত করতে সব বিক্রেতাকে আদেশ দেয়া হয়েছে।

পিডিএসও/তাজ/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
প্রযুক্তি,ফিজেট স্পিনার,খেলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist