reporterঅনলাইন ডেস্ক
  ১৮ আগস্ট, ২০১৮

কিশোরের হাতে অ্যাপলের সার্ভার হ্যাক

অ্যাপলের মোবাইল প্রযুক্তির নিরাপত্তা বেষ্টনী বেশ সুরক্ষিত। তারা গ্রাহকদের সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে থাকে। কিন্তু এবার ১৬ বছর বয়সী এক কিশোর অ্যাপলের মেইনফ্রেইম সার্ভার হ্যাক করেছে। অস্ট্রেলিয়ার মেলবোর্নের শহরে বসবাস করা ওই কিশোর নিজ বাড়ি থেকেই এই হ্যাকিংয়ের কাজটি করে। এই কিশোর হ্যাক করে অ্যাপলের প্রধান কম্পিউটারের নেটওয়ার্কে প্রবেশ করে। তারপর ৯০ গিগাবাইট পরিমাণ অ্যাপলের অভ্যন্তরীণ এবং গ্রাহকের তথ্য হাতিয়ে নেয় বলে খবরে প্রকাশ করা হয়।

পরে অ্যাপল হ্যাকিংয়ের এই ঘটনা মার্কিন গোয়েন্দা এফবিআইকে জানায়। এফবিআই তখন ব্যাপারটি অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশের নজরে আনে। পরে অস্ট্রেলিয়ার পুলিশ কিশোরের বাড়িতে অভিযান চালিয়ে হ্যাকিংয়ের কাজে ব্যবহৃত দুটি ল্যাপটপ, একটি মোবাইল এবং একটি হার্ডড্রাইভ উদ্ধার করে। এদিকে অ্যাপলের একজন মুখপাত্র জানিয়েছে, এই হ্যাকিংয়ের কারণে কোনো গ্রাহকের ব্যক্তিগত তথ্য ফাঁস হয়নি এবং অ্যাপলের সার্ভার সুরক্ষিত আছে।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অ্যাপল,সার্ভার,হ্যাকিং,কিশোর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close