ঝিনাইদহ প্রতিনিধি

  ২৬ এপ্রিল, ২০১৭

শৈলকুপায় মাদক কারবারি মা-ছেলেকে কারাদন্ড

ঝিনাইদহের শৈলকুপায় মাদক কারবার করার দায়ে মা-ছেলেকে ১ বছর করে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গনি এ আদেশ দেন। বুধবার সকালে শৈলকুপার খাস রানীনগর গ্রামে রানী নগর প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৬শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। দন্ডপ্রাপ্তরা হলো রানীনগর গ্রামের মিল্টন হোসেন ও তার মা রহিমা খাতুন।

শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উসমান গনি জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের একটি দলের অভিযানে বুধবার সকালে দুই মাদক কারবারি মিল্টন ও রহিমা খাতুনকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে সাড়ে ৬শ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এরপর স্বাক্ষ্য প্রমাণের ভিত্তিতে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে ১ বছর করে কারাদন্ড দেওয়া হয়।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাদক,কারবার,কারদন্ড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist