reporterঅনলাইন ডেস্ক
  ২৬ ফেব্রুয়ারি, ২০১৯

২০১০ সাল পর্যন্ত বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ

দেশের দায়রা আদালতসমূহে ২০১০ সাল পর্যন্ত বিচারাধীন সকল ফৌজদারি মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ সময়ের মধ্যে মামলা নিষ্পত্তি করে আদালতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ আজ মঙ্গলবার এ আদেশ দেন। একইসঙ্গে এ সংক্রান্ত বিচারাধীন মামলার তালিকা আদালতে দাখিল করতে বলা হয়েছে।

নরসিংদীতে একটি যাত্রাবাহী বাসে ডাকাতির ঘটনায় রায়পুরা থানায় ২০০৭ সালের ২৭ ফেব্রুয়ারি মামলা দায়ের করা হয়। এই মামলার আসামি শরিফুল জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন। সেই জামিন আবেদন মঞ্জুর করে আদালত এই আদেশ দেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিচারাধীন মামলা,নিষ্পত্তি,হাইকোর্ট
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close