কলকাতা প্রতিনিধি

  ২৬ আগস্ট, ২০১৯

কাশ্মীর নিয়ে বৈঠকে বসছেন ট্রাম্প-মোদি

ডোনাল্ড ট্রাম্প ও নরেন্দ্র মোদি। ফাইল ছবি

গ্ৰুপ ৭ বা জি৭ শীর্ষ সম্মেলনে অংশ নিতে ফ্রান্সে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সম্মেলন মঞ্চে তিনি পরিবেশ, জলবায়ু এবং ডিজিটালাইজেশনের মতো প্রসঙ্গ তুলে ধরবেন বলে মনে করা হচ্ছে। এছাড়া বিশ্ব নেতাদের সঙ্গে তার বৈঠকের কর্মসূচিও আছে।

সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের সম্ভাবনাও রয়েছে। এই বৈঠকে উঠতে পারে কাশ্মীর প্রসঙ্গ। কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তজনা হ্রাসে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তিনি কথা বলবেন বলে দিন কয়েক আগে ওয়াশিংটনে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়া বাণিজ্য এবং দ্বিপাক্ষিক নানা বিষয়ে দুজনের মধ্যে আলোচনার সম্ভাবনা।

বাহারিনের রাজধানী মানামা থেকে সরাসরি ফ্রান্সের বিযারিট্জ-এ পৌঁছেন প্রধানমন্ত্রী মোদী। জি৭ সদস্য না হলেও ফরাসি প্রেসিডেন্টের ব্যক্তিগত আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদির এই সফর। একে ফরাসি প্রেসিডেন্টের সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রীর সুসম্পর্কের ফলশ্রুতি বলে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নরেন্দ্র মোদি,ডোনাল্ড ট্রাম্প
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close