রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

  ০৪ মে, ২০২৪

রৌমারীতে মামা-ভাগ্নে মারামারি, আহত ৪

ছবি: প্রতিদিনের সংবাদ

কুড়িগ্রামের রৌমারীতে জমি নিয়ে বিরোধের জেরে মামা ও ভাগ্নের মারপিটে উভয় পক্ষে ৪ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার উপজেলার কলেজপাড়ার ঘটনায় রাতেই আহত ভাগ্নের স্ত্রী আজেমা খাতুন বাদী হয়ে রৌমারী থানায় একটি মামলা করেন।

শনিবার (৪ মে) দুপুরে ওই মামলার ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান রৌমারী থানার ওসি আব্দুল্লা হিল জামান। তিনি জানান, এ ঘটনায় আশরাফুলের স্ত্রী বাদি হয়ে রৌমারী থানায় মামলা করেছেন।

আহতরা হলেন, আশরাফুল ইসলাম (ভাগ্নে), পারুল, হাফিজুর ও আবু বক্কর সিদ্দিক। অভিযোগ সূত্রে জানা গেছে, মায়ের জমি নিয়ে বিরোধের জেরে ঘটনার দিন নজরুল ও আশরাফুলের সঙ্গে বাকবিতণ্ডা হয়। এক পর্যায় উভয়ের মধ্যে মারামারি হয়। এতে আশরাফুল, পারুল, হাফিজুর ও আবু বক্কর সিদ্দিক আহত হয়।

আশরাফুলের বোন মাজেদা জানান, মায়ের জমির ভাগ নিয়ে তার ভাইয়ের ওপর হামলা হয়েছে। এদিকে নজরুলের ভাস্তি জামাই সাজু জানায়, এ ঘটনায় তারা মামলা করতে পারেনি।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুড়িগ্রামের রৌমারী,জমি নিয়ে বিরোধ,মামা ও ভাগ্নের মারপিট
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close