reporterঅনলাইন ডেস্ক
  ১২ মে, ২০১৮

ময়মনসিংহে পৃথক বন্দুকযুদ্ধে ২ আসামি নিহত

ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের (ডিবি) সঙ্গে পৃথক বন্দুকযুদ্ধে দুই যুবক নিহত হয়েছেন। শনিবার ভোররাতে সদর উপজেলার পরানগঞ্জগামী সড়কের কাছে ও নগরীর সানকিপাড়ার এসএ সরকার রোড এলাকায় এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।

পুলিশের দাবি, নিহত আমলগীর হত্যা মামলার আসামি ও সিরাজুল ছিনতাইকারী। নিহতদের মৃতদেহ দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

এ ঘটনায় ডিবি পুলিশের এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ও দুই কনস্টেবল আহত হয়েছেন। তারা বর্তমানে ময়মনসিংহ মেডিক্যালে ভর্তি আছেন। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান এসব তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানায়, চাঞ্চল্যকর আবুল কাশেম হত্যা মামলার অন্যতম আসামি আলমগীরকে শুক্রবার রাতে গোপালগঞ্জ থেকে গ্রেফতার করা হয়। পরে তাকে নিয়ে পলাতক আসামিদের ধরতে পরানগঞ্জগামী সড়কের কাছে পৌঁছলে পলাতক আসামি সিদ্দিকসহ অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন পুলিশের ওপর ইট পাটকেল নিক্ষেপ ও গুলি ছুঁড়ে। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুঁড়লে আসামি আলমগীর কৌশলে পালানোর সময় গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

অন্যদিকে গত বৃহস্পতিবার জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার ফিরছিলেন ময়মনসিংহ জিলা স্কুলের গণিতের শিক্ষক মোবারক মোর্শেদ মিল্কী। এ সময় পথে মিল্কীকে ছুরিকাঘাত ও কুপিয়ে জখম করে ছিনতাইকারীরা।ওই ঘটনায় ছিনতাইকারী সিরাজুলসহ তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

পরে শুক্রবার দিবাগত রাত ৪টার দিকে সিরাজুলকে সঙ্গে নিয়ে জড়িতদের ধরতে এস এ সরকার রোড এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সিরাজুলের সহযোগীরা তাদের লক্ষ্য করে গুলি করে। পুলিশও পাল্টা গুলি করলে সিরাজুল গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বন্দুকযুদ্ধ,নিহত,ময়মনসিংহ,ডিবি পুলিশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist