শরীফুল রুকন, চট্টগ্রাম

  ২০ জানুয়ারি, ২০১৮

চট্টগ্রামে ‘বড় ভাই’দের ছত্রছায়ায় কিশোর অপরাধ বাড়ছে

চুরি-ছিনতাই বা ঘর পালানোর মতো অপরাধ পেছনে ফেলে কিশোরদের খুন-ধর্ষণের মতো ভয়ংকর অপরাধে জড়ানোর প্রবণতা বাড়ছে। কিশোরদের অপরাধের নৃশংসতার মাত্রা তাদের মূল্যবোধ এবং মানবিকতাবোধকে নতুন করে প্রশ্নের সম্মুখীন করেছে। বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়া কিশোরের মধ্যে দরিদ্র পরিবারের সন্তান যেমন আছে, তেমনি আছে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত পরিবারের সন্তানও। তবে পুলিশের ভাষ্য, “স্বাভাবিকভাবেই কিশোরদের বিচক্ষণতা, দূরদর্শিতার অভাব আছে। তারা যে অপরাধ করছে, এই অপরাধের ফলে কী হবে, সেটা তারা চিন্তা করছে না। রাজনৈতিক দলের কথিত ‘বড় ভাইদের’ কথায় অসংখ্য কিশোর অপরাধে জড়িয়ে নিজেদের জীবন নিজেরাই ধ্বংস করে ফেলছে।”

সম্প্রতি চট্টগ্রামে স্কুলছাত্র আদনান ইসফার হত্যার ঘটনাতে কিশোর অপরাধীদের গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ রয়েছে, রাজনৈতিক ছত্রছায়ায় থাকা গ্রেফতার কিশোররা ‘হিরোইজম’ বিরোধে খুনের ঘটনা ঘটিয়েছে। গ্রেফতার পাঁচজন আওয়ামী লীগের স্থানীয় রাজনীতির সঙ্গে জড়িত আবদুর রউফ নামের এক ব্যক্তির পৃষ্ঠপোষকতায় বেড়ে উঠেছে।

কিশোর অপরাধের কারণ তুলে ধরে চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি জোন) জাহাঙ্গীর আলম বলেন, ‘দরিদ্রতা হলো কিশোর অপরাধের প্রধান কারণ। দরিদ্রতার কারণে কিশোরদের যে চাহিদা বা ইচ্ছে থাকে সেগুলো পূরণ হয় না। এজন্য তারা হতাশ হয়ে যায় এবং অপরাধের দিকে ঝুঁকে পড়ে। আদনান ইসফার হত্যায় গ্রেফতার পাঁচ কিশোরের সবাই দরিদ্র পরিবারের সন্তান।’

‘সঙ্গদোষ’ কিশোর অপরাধের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা যাদের সঙ্গে চলাফেরা করি তাদের একটা প্রভাব সবসময় আমাদের মধ্যে থাকে। এখন কোনো কিশোর যখন খারাপ মানুষের সঙ্গে মিশে তখন সঙ্গদোষের কারণে সে অপরাধীতে পরিণত হতে পারে। ওই খারাপ ব্যক্তি কিশোরটিকে আরো খারাপ কর্মকান্ডে জড়িয়ে পড়তেও উৎসাহিত করতে পারে।’

কিশোর অপরাধ বেড়ে যাওয়া প্রসঙ্গে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আসিফ মহিউদ্দিন বলেন, ‘স্বাভাবিকভাবেই কিশোরদের বিচক্ষণতা, দূরদর্শিতার অভাব আছে। তারা যে অপরাধ করছে, এই অপরাধের ফলে কী হবে সেটা তারা চিন্তা করছে না। রাজনৈতিক দলের কথিত ‘বড় ভাইদের’ কথায় অসংখ্য কিশোর অপরাধে জড়িয়ে নিজেদের জীবন নিজেরাই ধ্বংস করে ফেলছে।’

বর্তমান প্রজন্মের কিশোরদের নিয়ন্ত্রণ করতে শিক্ষক ও বাবা-মায়েরা ব্যর্থ হচ্ছে মন্তব্য করে আসিফ মহিউদ্দিন বলেন, ‘আমরা স্কুল শিক্ষকদের কড়া শাসনে বেড়ে উঠেছি। আর এখনকার শিক্ষকরা তাদের ছাত্রদের মারবে দূরে থাক, ভয়ে কিছু বলতে পর্যন্ত পারে না। একেকজন কিশোর একেক রাজনৈতিক নেতার অনুসারী দাবি করে দাপিয়ে বেড়ায়। এছাড়া পারিবারিক বন্ধনটা ভালো না হলে একজন কিশোর অপরাধে জড়িয়ে পড়তে পারে। পরিবারে তাকে শাসন করার কেউ না থাকলে তখন ওই কিশোরের অপরাধে জড়িয়ে পড়ার সম্ভাবনা তৈরি হয়। অনেক কিশোর অপরাধী ধরার পর তাদের বাবা-মায়েরা আমাকে বলেছেন, তাদের দোষের কারণে সন্তান অপরাধে পা বাড়িয়েছে। তারা সন্তানের খোঁজ-খবর রাখতেন না।’

মোবাইল ও ইন্টারনেট- কিশোর অপরাধের ক্ষেত্রে অন্যতম ভূমিকা রাখছে বলে জানান গোয়েন্দা কর্মকর্তা আসিফ মহিউদ্দিন; তিনি বলেন, ‘স্মার্টফোন ও ইন্টারনেট খুবই সহজলভ্য হয়ে গেছে। কিশোরদের হাতে হাতে এখন ইন্টারনেট পৌঁছে গেছে। কিন্তু ইন্টারনেট দিয়ে ভালো ও গঠনমূলক কাজ অনেক সময় করছে না কিশোররা। ইন্টারনেটের অপব্যবহারজনিত কারণে কিশোরদের অপরাধ হচ্ছে অনেক বেশি। ফেসবুকে প্রতারণা করে ফাঁদে ফেলে টাকা আদায়সহ বহু অপরাধ হচ্ছে ইন্টারনেট ব্যবহার করে। তাই কিশোরদের মোবাইল ও ইন্টারনেট ব্যবহারের প্রতি অভিভাবকদের নজর রাখা উচিত।’

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেন বলেন, ‘কিশোরদের মধ্যে স্মার্টফোনের নেশা আছে। এই নেশার ফলে অকালেই তাদের মনের কোণে বাসা বাঁধছে ‘নোমোফোবিয়া’ নামের এক নীরব ঘাতক। এর ক্ষতিকারক প্রভাবে ছোট-বড় সবার মধ্যে অন্য কোনো বাহ্যিক কারণ ছাড়াই অকালে দেদার বাড়ছে ডিপ্রেশন (অবসাদ), উৎকণ্ঠার (অ্যাংজাইটি) মতো মানসিক রোগ। যার জেরে কিশোরদের মধ্যে বাড়ছে অপরাধপ্রবণতা। দক্ষিণ কোরিয়া, ফ্রান্সসহ বিভিন্ন দেশে এই বিষয়ে গবেষণা হয়েছে। তারা বলছে, স্মার্টফোনের নেশা না থাকা স্বাভাবিক কিশোরদের মস্তিষ্কের অ্যান্টেরিয়র সিঙ্গুলেট কর্টেক্সে গাবা এবং জিএলএক্স এর অনুপাত যা থাকে, নোমোফোবিয়ায় আক্রান্তদের মধ্যে তা থাকে কয়েকগুণ বেশি। বাড়তে থাকে ডিপ্রেশন, উদ্বেগ। গাবার পরিমাণ বেড়ে যাওয়ায় বাড়ে ঝিমুনি, স্নায়ুবৈকল্য। একই সঙ্গে, গাবা ও ক্রিয়াটিন অনুপাত এবং গাবা ও গ্লুটামেট অনুপাতও স্বাভাবিকের থেকে বেড়ে যাওয়ায় শরীরে এসে ভিড় করে অনভিপ্রেত একাধিক উপসর্গ।’

অধ্যাপক মো. জাকির হোসেন বলেন, ‘কিশোরদের পরিবার সময় দিচ্ছে না। হাতে তুলে দিচ্ছে মোবাইল। ইন্টারনেটের আসক্তির ফলে মারাত্মকভাবে প্রভাবিত হচ্ছে কিশোররা। ইন্টারনেটে অপরাধের নানা কৌশল তারা শিখে যাচ্ছে। নানা পর্নো সাইটে তারা প্রবেশ করছে। এ ছাড়া যত ধরনের ভিডিও গেইম আছে প্রায় সবগুলোই যুদ্ধ, মারামারি বিষয় নিয়ে। অল্প বয়সে খুন, মারামারি এসব বিষয়ের সঙ্গে একজন কিশোর পরিচিত হয়ে যাচ্ছে। এই ধরনের গেইমগুলো কিশোর মনে মারাত্মক প্রভাব বিস্তার করছে। এ ছাড়া সামগ্রিকভাবে সমাজের মধ্যে মূল্যবোধের বড় ধরনের অবক্ষয় হয়েছে। এটা কারোর অস্বীকার করার সুযোগ নেই।’

এদিকে, ২০১৪ সালের ১ অক্টোবর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বাইসাইকেল ও ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগে আট কিশোরকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। তাদের মধ্যে তিনজন হাজেরা তজু কলেজ, একজন সিডিএ পাবলিক কলেজের একাদশ শ্রেণির এবং অন্য চারজন সরকারি কলেজিয়েট, মুসলিম হাই ও জেএম সেন স্কুলের নবম দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। গত বছরের আগস্ট মাসে ডবলমুরিং থানার পাহাড়তলী রেল লাইন এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় এক যুবক। ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১২ থেকে ১৫ বছর বয়সি তিনজনকে গ্রেফতার করে পুলিশ।

গত ১২ জানুয়ারি ঢাকার নাখালপাড়ায় একটি বাড়িতে র‌্যাবের জঙ্গিবিরোধী অভিযানে তিনজন নিহত হন। ওই তিনজনের মধ্যে একজন চট্টগ্রামের নিখোঁজ স্কুলছাত্র নাফিস উল ইসলাম। চট্টগ্রাম নগরের কাজেম আলী হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র নাফিস চট্টগ্রাম কলেজের পূর্ব গেট সংলগ্ন ইউনুস বিল্ডিংয়ের তৃতীয় তলায় পরিবারের সঙ্গে থাকতো। তার বাবা নজরুল ইসলাম গত বছরের ৭ অক্টোবর থানায় জিডি করেছিলেন। তাতে বলেছিলেন, ৬ অক্টোবর বাসা থেকে বেরিয়ে যাওয়ার পর থেকে নিখোঁজ তার ছেলে।

স্কুলছাত্রদের এভাবে অপরাধে জড়িয়ে পড়া নিয়ে অধ্যাপক মো. জাকির হোসেন বলেন, ‘আমাদের সময়ে পড়াশোনার পদ্ধতি আর এখনকার পদ্ধতির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। এখন ছাত্রদের গিনিপিগের মতো তৈরি করা হচ্ছে। সে বুঝে উঠতে পারছে না। আজকে একরকম ব্যবস্থা। ছয় মাস পর আবার পরিবর্তন। এই পড়াশোনার পদ্ধতিটা তার ওপর মারাত্মক প্রভাব বিস্তার করছে। এসব কারণে মানসিক অস্থিরতা বেড়ে কিশোরদের অপরাধে জড়িয়ে পড়ার সুযোগ তৈরি হয়েছে।’

এছাড়া সুস্থ পারিবারিক ও সামাজিক জীবনের অভাব, বাবা-মায়ের খারাপ আচরণ, চিত্তবিনোদনের অভাব, বস্তির পরিবেশ, শারীরিক ও মানসিক ত্রুটিকে কিশোর অপরাধের কারণ বলে উল্লেখ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেন।

পিডিএসও/রিহাব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,বড় ভাই,ছত্রছায়া,কিশোর অপরাধ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist