জাবি প্রতিনিধি

  ২০ আগস্ট, ২০১৭

চিরকুটের ‘গল্প নিয়ে গল্প’ অনুষ্ঠিত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংগঠন চিরকুটের আয়োজনে বিশ্ববিদ্যালয়ে ‘গল্প নিয়ে গল্প’ শীর্ষক সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনের ১১৭ নং কক্ষে অনুষ্ঠানটি হয়। এতে স্বাগত বক্তব্য দেন চিরকুটের সভাপতি জুলফিকার রবিন।

ইংরেজি বিভাগের অধ্যাপক আহমেদ রেজার সভাপতিত্বে আলোচক হিসেবে ‘গল্প’ নিয়ে আলোচনা করেন কথাসাহিত্যিক স্বকৃত নোমান ও মোজাফ্ফর হোসেন। এ সময় স্বকৃত নোমান বলেন, মানুষ গল্প পাগল। মানুষ গল্পই শুনতে চায়। এজন্যই গল্পের চাহিদা বেশি।

গল্পকার মোজাফ্ফর হোসেন বলেন, কালের বিবর্তনে গল্পের প্রেক্ষাপট পরিবর্তিত হয়। আগে যে প্রেক্ষাপটে গল্প রচিত হতো এখন সেটার পরিবর্তন হয়েছে। সুতরাং ওই প্রেক্ষাপটের গল্প এখন আর লেখার প্রয়োজন নেই। বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। তাই ভিন্ন প্রেক্ষাপট নিয়ে গল্প রচিত হচ্ছে।

অনুষ্ঠানের সভাপতি অধ্যাপক আহমেদ রেজা সাহিত্য আড্ডায় উপস্থিত হওয়ায় আলোচক ও অন্যান্য অতিথিদেরকে ধন্যবাদ জানান। অনুষ্ঠানে নিজেদের গল্প ভাবনা তুলে ধরেন গল্পকার অলাত এহ্সান, মাহবুব ময়ূখ রিশাদ, হামিম কামাল ও কবি ফারুক সুমন। অলাত এহ্সান সাহিত্যের বিভিন্ন বিষয় নিয়ে নিজের ভাবনা তুলে ধরে নবীন গল্পকারদের দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন।

অনুষ্ঠানের প্রথমে চিরকুটের সদস্যরা আলোচকদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। পরে নিজেদের লেখা গল্প পাঠ করে শোনান চিরকুটের সদস্য খালিদ ও তানভীর। সমাপনী ঘোষণা করেন সংগঠনটির সাবেক সম্পাদক আনজুম সানি। হাসানুজ্জামিল মেহেদীর সঞ্চালনায় এ সময় জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন ও চিরকুটের সদস্যসহ প্রায় অর্ধশতাধিক সাহিত্যপ্রেমী শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়,জাবি,চিরকুট,গল্প
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist