reporterঅনলাইন ডেস্ক
  ০৫ জানুয়ারি, ২০২০

কালি ও কলম পুরস্কার পেলেন ৪ তরুণ লেখক

দেশের উদীয়মান ৪ তরুণ সাহিত্যিক পেলেন বেঙ্গল ফাউন্ডেশনের ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক’ পুরস্কার। শনিবার বিকালে ধানমণ্ডির বেঙ্গল শিল্পালয়ে এ পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ গবেষণা ও নাটক, মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণা ও সাহিত্য বিভাগে এ পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, বিশেষ অতিথি ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর ও শিল্পী রফিকুন নবী। সভাপতিত্ব করেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন কালি ও কলম পত্রিকার সম্পাদক আবুল হাসনাত।

২০১৯ সালের কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার অর্জন করেছেন, কবিতায় ‘জলপরিদের দ্বীপে’ (প্রকাশক : বেহুলাবাংলা) গ্রন্থের জন্য হানযালা হান, কথাসাহিত্যে ‘লালবেজি’ (প্রকাশক : বাতিঘর) গ্রন্থের জন্য কামরুন নাহার শীলা, প্রবন্ধ, গবেষণা ও নাটকে ‘সৈয়দ নজরুল ইসলাম : মহাজীবনের প্রতিকৃতি’ (প্রকাশক : দ্যু প্রকাশন) গ্রন্থের জন্য ফয়সাল আহমেদ এবং মুক্তিযুদ্ধবিষয়ক গবেষণা ও সাহিত্যে ‘মুক্তিযুদ্ধ ভারতের চিকিৎসা সহায়তা’ (প্রকাশক : সময় প্রকাশন) গ্রন্থের জন্য চৌধুরী শহীদ কাদের।

পুরস্কারপ্রাপ্তদের প্রত্যককে এক লাখ টাকা, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।

শিশুসাহিত্য বিভাগে এ বছর পুরস্কার প্রদানের জন্য মানসম্পন্ন গ্রন্থ পাওয়া যায়নি বলে আয়োজকরা জানান।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
তরুণ লেখক,কালি ও কলম পুরস্কার,বেঙ্গল শিল্পালয়
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close