reporterঅনলাইন ডেস্ক
  ১০ মার্চ, ২০১৯

শিক্ষার্থী | হিমাদ্রী পাটোয়ারী

হে শিক্ষার্থী, তুমি দীপ্তিশীল জীবনের অভিযাত্রী৷

সম্মুখে তোমার

অসংখ্য সৌষ্ঠবিত দ্বার,

যা পেতে চাইলে,

করিতে হবে

কঠিন পরিশ্রমের অঙ্গীকার৷

চাও যদি তাহা অর্জন,

দিতে হবে বিসর্জন৷

তাহা হবে আমোদ,

তাহা হবে প্রমোদ৷

হে শিক্ষার্থী,

তুমি যে বিস্তর জ্ঞানী

তুমি যে বড় সন্ত৷

তোমার মাঝে সুপ্ত প্রতিভা, অফুরন্ত৷

করো না কভু দম্ভ

ভাঙবে না তোমার রন্ধ৷

বাণী আমার সত্য,

যদি করো অনুসরণ

হবে না তুমি পথভ্রষ্ট৷

হে শিক্ষার্থী,

তুমি দীপ্তিশীল জীবনের অভিযাত্রী৷

বিশদ অক্ষিতে সম শৈল,

সম্মুখে তোমার প্রকাণ্ড বাধা৷

তথাপি, জানো হে—

বাধাটুকু তোমার বিক্রমে,

তুচ্ছ একটি গাধা ৷

চাও যদি সফলতা

কভু করো না কপটতা৷

মনে রাখবে আত্মবিশ্বাস,

বুকে তেজী সাহস,

তবেই পরিচয় দিতে পারিবে

তুমি সত্যিকারের শ্রেষ্ঠ মানুষ ৷

হে শিক্ষার্থী,

বাণী আমার সত্য,

যদি করো অনুসরণ

হবে না তুমি পথভ্রষ্ট৷

চলো তুমি চলো এগিয়ে

সত্যের বাণী সঙ্গে নিয়ে৷

উর্বী দেখবে তোমার জয়

অর্জন তোমার অক্ষয় ৷

হে শিক্ষার্থী, তুমি দীপ্তিশীল জীবনের অভিযাত্রী৷

পি​ডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শিক্ষার্থী,হিমাদ্রী পাটোয়ারী,কবিতা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close