reporterঅনলাইন ডেস্ক
  ০৮ অক্টোবর, ২০১৮

ঢাবি নাটমণ্ডলে ৬ দিন ‘ম্যাকবেথ’

ঢাবি থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের প্রযোজনায় আগামীকাল মঞ্চে আসছে ‘ম্যাকবেথ’। উইলিয়াম শেকসপিয়র রচিত ও সৈয়দ শামসুল হক অনূদিত এই নাটকটি নির্দেশনা দিচ্ছেন ড. ইসরাফিল শাহীন। ঢাবি নাটমণ্ডলে ১৪ অক্টোবর পর্যন্ত টানা ছয় দিন নাটকটির মঞ্চায়ন হবে। নাট্য প্রদর্শনীর উদ্বোধন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনা করেছেন অধ্যাপক ড. সৈয়দ জামিল আহমেদ। যার পরিকল্পনা সহযোগিতায় আছেন বিভাগীয় শিক্ষক তানভীর নাহিদ খান ও মহসিনা আক্তার। থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের এমএ সমাপনী সেমিস্টারের শিক্ষার্থী অভিনীত ‘ম্যাকবেথ’ নাটকটির মোট আটটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

আগামী ৯, ১০, ১১ ও ১৪ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টা এবং ১২ ও ১৩ অক্টোবর বিকেল ৪টা ও সন্ধ্যা ৭টায় নাটকটির প্রদর্শনী হবে। নাটকটিতে এমএ ছাত্রছাত্রীদের পাশাপাশি অনার্স দ্বিতীয় সেমিস্টার, চতুর্থ সেমিস্টার ও ষষ্ঠ সেমিস্টারের শিক্ষার্থীরাও অভিনয় ও ডিজাইনে অংশ নিয়েছেন।

ম্যাকবেথ নাটকটির প্রতিটি প্রদর্শনীতে আসন সংখ্যা মাত্র ৮৫টি এবং টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ ও ২০০ টাকা।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মঞ্চনাটক,ঢাবি নাটমণ্ডল,ম্যাকবেথ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close