রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি

  ১৭ নভেম্বর, ২০১৭

মানুষিক ভারসম্যহীনকে দিয়ে ঝাড়-ফুঁ

লালসালুর আয়োজন পন্ড

শুক্রবার, ঘড়ির কাঁটায় বেলা তখন ১১ টা ১৫ মিনিট। সড়কের ওপরে লোকজনের জটলা। ভিড় ঠেলে কাছে যেতেই দেখা মিলল অসংখ্য রোগীর। সড়কের পাশেই লালসালু দিয়ে অস্থায়ী দরগা (আস্থানা) বানিয়ে রোগী দেখা হচ্ছে। মানুষিক ভারসম্যহীন এক মহিলা মোমবাতি জ্বালিয়ে ঝাড়-ফুঁ এবং তৈল পড়া দিয়ে সকল রোগের চিকিৎসা করছেন। আবার কতিপয় খাদেম (সহযোগী) তাকে সহায়তা করছেন। রোগীর জটলা বাড়ায় সঙ্গে হাদিয়াও (ফি) বেড়েছে শতভাগ। এমন খবর পেয়ে পুলিশ এসে এ আয়োজন পন্ড করে দেয়। পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া ইউনিয়নের মোল্লার বাজার সেতুর দক্ষিণ পাশে গিয়ে এ অবস্থা দেখা গেছে।

সেখানে চিকিৎসা নিতে আসা ওই ইউনিয়নের ভূইয়ার হাওলা গ্রামের হাজেরা বেগমের সঙ্গে এ প্রতিবেদকের কথা হয়। তিনি বলেন, ‘গায়-হাতে বিষ ব্যাথা। তাই ত্যাল (তৈল) পড়া নিতে আইছি। আমাগো গ্রামের মাতারি (মহিলা)-ব্যাডারাও (পুরুষ) আইছে। দেহি হের ওছিলায় আল্লাহ যদি রোগ মাফ করে।’ এ সময় একই ইউনিয়নের কোড়ালিয়া গ্রামের মিজানুর হাওলাদার বলেন, ‘এসব পুরো ভন্ডামি ছাড়া আর কিছু না। আমাদের এলাকার কিছু লোকজন ওই মহিলাকে দিয়া ঝাড়-ফ্ুঁ করাই টাকা কামাই করছে। এলাকায় সরকারি হাসপাতাল না থাকায় এ ধরণের ভন্ডামি দিনদিন বেড়েই চলছে।’

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার ওই ইউনিয়নের মোল্লার বাজার সেতুর দক্ষিণ পাশে মানুষিক ভারসম্যহীন এক অজ্ঞাত মহিলা আশ্রয় নেয়। পরে কোড়ালিয়া ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য রুহুল আমিন হাওলাদার ওরফে রওশন আলীসহ স্থানীয় কতিপয় কয়েকজন লোক নিজেদের উদ্যোগে লালসালু কাপড় দিয়ে অস্থায়ী দরগা তৈরি করে। তারা প্রচার-প্রচারণা চালিয়ে ওইদিন থেকেই মানুষিক ভারসম্যহীন ওই মহিলাকে দিয়ে ঝাড়-ফুঁ এবং তৈল পড়া দিয়ে বাত-ব্যাথা, বন্ধ্যাত্ব দূরকরণ, স্বপ্নদোষ, গ্যাষ্ট্রিক, আলসার, জন্ডিসসহ পুরুষ ও মহিলাদের সকল রোগের চিকিৎসা শুরু করে। বিভিন্ন এলাকার লোকজন ছুটে আসতে থাকে। প্রথমদিকে হাদিয়া ১০ টাকা ছিল। পরবর্তীতে রোগীদের ভিড় বাড়ার কারণে শুক্রবার সকাল থেকে হাদিয়া ১১০ টাকা ধার্য করে খাদেমরা। পরে রাঙ্গাবালী থানার এসআই জাকির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ এসে তাদের এ আয়োজন প- করে দেয়।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার ওসি মিলন কৃষ্ণ মিত্র বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আস্থানাটি গুটিয়ে দিয়ে ওই মহিলাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হয়। স্থানীয় কিছু কতিপয় লোক ওই মহিলাকে দিয়ে এ কাজ করায়। পুলিশ যাওয়ার খবর পেয়ে ওইসব লোকজন পালিয়ে যায়।’

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লালসালুর আয়োজন পন্ড
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist