জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট

  ১৯ আগস্ট, ২০১৭

পাটগ্রামে বিজিবি-বিএসএফ বৈঠক

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাংলাদেশের অভ্যন্তরে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে ব্যাটায়িলয়ন কমান্ডার পর্যায়ে দ্বী-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিক হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানাগেছে, বাংলাদেশের ৭ বিজিবি ব্যাটালিয়নের আমন্ত্রণে ওই দ্বী-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। শনিবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)- এর ৩৪ ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার শ্রী অজয় কুমারের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল নিয়ে শনিবার সকাল ১১টার দিকে সীমান্তের মেইন পিলার ৮৮৫ এর ৭ নম্বর সাব পিলারের নিকট দিয়ে বাংলাদেশের ৫ শত গজ অভ্যন্তরে হোসনাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কক্ষে বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশ বিজিবির একটি দল বিএসএফ ভারতীয় প্রতিনিধি দলকে লাল গালিচা অভ্যর্থনা জানান। দ্বী-পাক্ষিক বৈঠকে বাংলাদেশের পক্ষে ১০ সদস্যের প্রতিনিধি দলের নের্তৃত্ব দেন ০৭ বিজিবির টু আই সি মেজর মুহিদ-উল আলম। বৈঠক চলে বিকেল ৪ টা পর্যন্ত। প্রায় ৫ ঘন্টা ব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়।

জানাগেছে, বিজিবি পাটগ্রাম উপজেলার সফিরহাট, ঠ্যাংঝারা ও কুচলিবাড়ী বিওপি কোম্পানি সীমান্ত আধুনিকায়ন করার প্রস্তাব দেন। বিএসএফ উর্ধতন কর্র্তৃপক্ষকে জানাবেন বলে জানান। এছাড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, মাদক, চোরাচালান, নারী-শিশু পাচার ও গরু পারাপার বন্ধ করতে ফলপ্রসু আলোচনা হয়েছে।

বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) ০৭ ব্যাটালিয়নের টু আই সি মেজর মুহিদ-উল আলম দ্বী-পাক্ষিক বৈঠকের সত্যতা নিশ্চিত করে বলেন, সীমন্তে শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ অবস্থা সৃষ্টিতে বৈঠক ফলপ্রসু হয়েছে।

পিডিএসও/রানা

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিজিবি-বিএসএফ বৈঠক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist
Error!: SQLSTATE[42S02]: Base table or view not found: 1146 Table 'protidin_sangbad.news_hits_counter_2020_04_07' doesn't exist