বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

  ২৯ মার্চ, ২০২৪

বোরহানউদ্দিনে বজ্রপাতে নিহত ১

ছবি: প্রতীকি

ভোলার বোরহানউদ্দিনে বজ্রপাতে বাহাদুর (৪০) নামে ইটভাটা শ্রমিক মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছে আরো ৪ জন। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার কাচিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রাকিব ব্রিকস্ ফিল্ডে এ ঘটনা ঘটে।

নিহত বাহাদুরের বাড়ি সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার রায়পুর গ্রামে। আহতরা বাকিরাও একই জেলার বাসিন্দা। আহত চার ব্যক্তি হলেন, মহসিন, রবিউল, আবু বক্কর ও মারুফ।

ওই ব্রিকস্ ফিল্ডে কর্মরত শ্রমিক সাইফুল ইসলাম ও স্থানীয়রা জানান, রাকিব ব্রিকস্ ফিল্ডে ৩৮ জন শ্রমিক কর্মরত। প্রতিদিনের মতো তারা কাজ করছিল। ঘটনার দিন বৃহস্পতিবার বিকেলে বৃষ্টি শুরু হওয়ায় তারা কাজ গুটিয়ে নেয়। এসময় ফিল্ডের মধ্যে থাকা অবস্থায় হঠাৎ বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই বাহাদুর মারা যায়, আহত হয় আরো ৪ জন। তাৎক্ষণিকভাবে তাদেরকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে আনা হয়। চিকিৎসক বাহাদুরকে মৃত ঘোষণা করেন। আহতদের অবস্থার অবনতি হওয়ায় তাদের ভোলা সদর হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়।

বোরহানউদ্দিন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার দুলাল দাস জানান, হাসপাতালে আসার আগেই বাহাদুরের মৃত্যু হয়েছে।

বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পিডিএস/এস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভোলার বোরহানউদ্দিন,দুই শ্রমিক নিহত,ইটভাটা,বজ্রপাতে মৃত্যু
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close