চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ২৮ মার্চ, ২০২৪

সোনামসজিদ সীমান্তে বিএসএফের গুলিতে আহত যুবক 

ছবি: প্রতীকি

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। বুধবার (২৭ মার্চ) রাতের দিকে জেলার সোনামসজিদ সীমান্তে এ ঘটনা ঘটেছে।

আহত যুবক আলাউল (২০) শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বালিয়াদিঘী গ্রামের মনির হোসেনের ছেলে।

সীমান্তে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বুধবার রাতে সোনামসজিদ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করে কিছু বাংলাদেশি। সীমান্ত পিলার ১৮৫/৫ এস থেকে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে শ্মশানঘাট নদীর তীরে পৌঁছলে তাদের গুলি করে ভারতের ৭০ লদিয়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা। এতে বাংলাদেশি যুবক আলাউলের পিঠে গুলিবিদ্ধ হয়। এ সময় সহপাঠীরা উদ্ধার করে তাকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে ভর্তি করে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চিকিৎসক তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, ‘ভারতে প্রবেশকালে এক বাংলাদেশি বিএসএফের গুলিতে আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় সে গোপনে চিকিৎসা নিচ্ছে। বিস্তারিত পেলে আপনাদের জানানো হবে।’

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চাঁপাইনবাবগঞ্জ,সোনামসজিদ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close