reporterঅনলাইন ডেস্ক
  ২৮ মার্চ, ২০২৪

গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ অবশেষে ফেরত দিলো ভারত

ছবি : সংগৃহীত

লালমনিরহাটের ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত লিটনের মরদেহ অবশেষে ফেরত দিলো ভারত।

বুধবার (২৭ মার্চ) রাতে হাতীবান্ধা উপজেলার ঝাউরানী ক্যাম্পের ৯১২ সীমান্ত পিলারের কাছে বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তার মরদেহ হস্তান্তর করা হয়।

জানা যায়, লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর সীমান্তের ৯২৩ নম্বর পিলারের কাছে সোমবার রাতে ভারতের অভ্যন্তরে একদল রাখাল গরু আনতে যান। তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন ভারতের সিতাই সীমান্তের কৈমারী ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা। এতে গুলিবিদ্ধ হন লিটন এবং পরে তিনি মারা যান।

এ ঘটনায় বুধবার রাতে ভারতের কোচবিহার জেলার সিতাই থানার ৭৬ ব্যাটালিয়ন সদর দফতরের কাইতারবাড়ী ক্যাম্পের বিএসএফ লালমনিরহাটের ঝাউরানী সীমান্ত দিয়ে লিটনের মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করে। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে নিহতের পরিবারের কাছে মরদেহ দেয়া হয়।

নিহত লিটনের বাবা মোকছেদুল ইসলাম বলেন, রাতে মরদেহ আমাদের দেয়া হয়েছে। আমরা এ হত্যার বিচার চাই।

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ভেলাগুড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, দুর্গাপুর সীমান্তে নিহত লিটনের মরদেহ রাতে ঝাউরানী সীমান্ত দিয়ে আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

লালমনিরহাট -১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মো. মোফাজ্জল হোসেন চৌধুরী বলেন, বিএসএফের গুলিতে নিহত লিটন মিয়াকে হত্যার ঘটনায় প্রতিবাদ জানানো হয়েছে। পরে বুধবার রাতে ঝাউরানী ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের কাছে মরদেহ হস্তান্তর করেছে বিএসএফ।

পিডিএস/এমএইউ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাংলাদেশি,ভারত,বিএসএফ,গুলি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close