কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি

  ২৫ মার্চ, ২০২৪

কুষ্টিয়ার কুমারখালী

‘ক’ তালিকায় গেজেটভুক্তির জন্য মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

কুমারখালীতে গেজেটভুক্তির দাবিতে মানববন্ধন করছেন বাদ পরা মুক্তিযোদ্ধারা। ছবি: প্রতিদিনের সংবাদ

কুষ্টিয়ার কুমারখালীতে ১১১ জন মুক্তিযোদ্ধার ‘ক’ তালিকায় গেজেটভুক্তির জন্য মানববন্ধন ও সংবাদ সম্মেলন হয়েছে। সোমবার (২৫ মার্চ) সকাল ১০টায় উপজেলার প্রধান ফটকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) কর্তৃক যাচাই-বাছাইকৃত ‘ক’ তালিকাভুক্ত মুক্তিযোদ্ধাদের গেজেটভুক্ত করার দাবিতে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বজনপ্রীতি, মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ের নির্দেশিকা লঙ্ঘন, টাকা লেনদেনসহ নানা অনিয়ম বন্ধ করে এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ রেখে প্রকাশিত ১১ জন মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করে, প্রকৃত মুক্তিযোদ্ধাদের গেজেটভুক্তির জোর দাবি জানান তারা।

উল্লেখ্য, ২০২২ সালের ৫ জানুয়ারি জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এর নির্দেশ মোতাবেক কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমিটি গঠন করে ১১১ জনকে ‘ক’ তালিকাভুক্ত করে গেজেটভুক্তির জন্য সুপারিশ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক বরাবর পাঠান। কিন্তু চূড়ান্ত যাচাই শেষে মন্ত্রণালয় থেকে ১১ জনকে গেজেটভুক্ত করা হয়।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি ও প্রদান করেন মুক্তিযোদ্ধারা।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুষ্টিয়া,কুমারখালী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close