গাইবান্ধা প্রতিনিধি

  ২৪ মার্চ, ২০২৪

গাইবান্ধায় কাউন্সিলর পদে উপ-নির্বাচন ২৮ এপ্রিল

ছবি: প্রতীকী

গাইবান্ধা পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ২ নম্বর সংরক্ষিত কাউন্সিলর পদে আগামী ২৮ এপ্রিল উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। গাইবান্ধা জেলা নির্বাচন কর্মকর্তা গত ২০ মার্চ বিজ্ঞপ্তি প্রকাশ করে।

জেলা নির্বাচন অফিসের গণবিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, আগামী ২৮ এপ্রিল রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতিটি ভোটকেন্দ্রে একটানা ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের তফসিল অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ আগামী ২৮ মার্চ, মনোনয়পত্র যাচাই-বাছাই ১ এপ্রিল, মনোনয়নপত্র বাছাইয়ে সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২ থেকে ৪ এপ্রিল, আপিল নিষ্পত্তি ৫ থেকে ৭ এপ্রিল, প্রার্থিতা প্রত্যাহার ৮ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৯ এপ্রিল এবং ভোটগ্রহণ ২৮ এপ্রিল।

উল্লেখ্য, পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের ২ নম্বর সংরক্ষিত কাউন্সিলর মমতা সরকার সম্প্রতি মৃত্যুবরণ করেন। ফলে নির্বাচন কমিশনার ওই তিনটি ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর পদটি শূন্য ঘোষণা করেন।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাইবান্ধা,উপনির্বাচন,কাউন্সিলর,পৌরসভা,এপ্রিল
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close