নোয়াখালী প্রতিনিধি

  ২৪ মার্চ, ২০২৪

কোডেকের ব্যাগ পেলেন ১৭২ শিক্ষার্থী

ছবি: প্রতিদিনের সংবাদ

নোয়াখালীতে কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) -এর সহযোগিতায় ব্যাগ পেয়েছেন ১৭২ শিক্ষার্থী। গতকাল শনিবার সকালে এসব ব্যাগ পান তারা। এদিন কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর উদ্যেগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মৎ জয়তুন নেছার সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল আমিন সরকার প্রধান অতিথি থেকে এসব শক্ষার্থীর মধ্যে ব্যাগ বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুন নবী, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু জাহের, কোডেক নোয়াখালীর আঞ্চলিক ব্যবস্থাপক শহীদুল ইসলাম শামীম, এলাকা ব্যবস্থাপক আলমগীর হোসেন, কোডেক চরজব্বর শাখার ব্যবস্থাপক আবদুল আলী, কোডেক আনছার মিয়ার হাট শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন।

ব্যাগ পেয়ে বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র মাহমুদুল হাসান বলে, ব্যাগ পেয়ে খুবই ভালো লাগছে। ৫ম শ্রেণির শিক্ষার্থী সুবর্ণা সুলতানা লিজা বলে, ব্যাগ পেয়ে খুব আনন্দিত। এখন আর আমার বই-খাতা ভিজে যাওয়ার সুযোগ নেই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়তুন নেছা বলেন, প্রত্যন্ত অঞ্চল হওয়ায় শিক্ষার্থীরা বাবার কাছে ব্যাগ কিনে দেওয়ার বায়না ধরলেও তাদের ব্যাগ কিনে দেওয়ার সামর্থ্য ছিল না।

কোডেক নোয়াখালীর আঞ্চলিক ব্যবস্থাপক শহীদুল ইসলাম শামীম বলেন, খবর নিয়ে জেনেছি এই বিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থীর ব্যাগ নেই। তাই কোডেকের পক্ষ থেকে বিদ্যালয়ের সব শিক্ষার্থীকে ব্যাগ উপহার দিয়েছি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আল আমিন সরকার বলেন, সমাজে সবার আর্থিক অবস্থা এক রকম না। তাই আমরা চাই, সব শিশু যেন আনন্দের সঙ্গে তাদের লেখাপড়া চালিয়ে যেতে পারে। তাই কোডেকের এই মহতী আয়োজনে তাদের ধন্যবাদ জানাই।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নোয়াখালী,ব্যাগ,শিক্ষার্থী,কোডেক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close