হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

  ২৪ মার্চ, ২০২৪

হাটহাজারীতে উর্বর মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

ছবি: প্রতিদিনের সংবাদ

চট্টগ্রামের হাটহাজারীতে অবৈধভাবে কৃষি জমির উর্বর কাটার অপরাধে কামাল মিয়া ও আলম নামের দুই ব্যক্তিকে এক লক্ষ টাকা জরিমানা করেছেন উপজেলা প্রশাসন।

গতকাল শনিবার দুপুরে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবিএম মশিউজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করেন।

অভিযান পরিচালনাকারী নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া এলাকায় কৃষি জমির উর্বর মাটি কাটার সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় জিজ্ঞাসাবাদে টপসয়েল কাটায় কামাল ও আলমকে ১ লাখ টাকা জরিমানা করে এবং ভবিষ্যতের জন্য সতর্ক করা হয়েছে। আরো কঠোর অভিযান পরিচালনা করা হবে বলেও জানান তিনি। অভিযানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মোরশেদ, স্থানীয় ইউপি সদস্য ও হাটহাজারী মডেল থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,হাটহাজারী,উর্বর মাটি,কাটা,জরিমানা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close