মানিকগঞ্জ প্রতিনিধি

  ১৮ মার্চ, ২০২৪

ব্যবসায়ী হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

ছবি: প্রতিদিনের সংবাদ

মানিকগঞ্জে কাঁচামাল ব্যবসায়ী মাজম আলী বেপারী হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

সোমবার (১৮ মার্চ) দুপুরে মানিকগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সাবিনা ইয়াসমীন আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মানিকগঞ্জ সদরের দক্ষিণ-মকিমপুর এলাকার সোহাগ ও সোহাগের মা হাবিয়া বেগম, একই এলাকার শাহিনুর ইসলাম, নাধন এবং মত্ত ঢাকুয়াপাড়ার আলমগীর।

এজাহারপত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে ২০১৫ সালের ৩ আগস্ট ব্যবসায়ী মাজম আলী বেপারীকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে সোহাগ, হাবিয়া বেগম, শাহিনুর ইসলাম, নাধন ও আলমগীর। পরদিন এ ঘটনায় নিহতের স্ত্রী জেলেকা বেগম বাদী হয়ে আটজনের নামসহ অজ্ঞাতনামা ১৩ জনকে আসামি করে মানিকগঞ্জ সদর থানায় হত্যা মামলা করেন। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা আমিনুর রহমান ২০১৬ সালের ২৯ জুন আটজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দালিখ করেন। মামলায় ১৪জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক এ রায় দেন।

তবে আসামি পক্ষের আইনজীবী নজরুল ইসলাম বাদশা, খলিলুর রহমান ও শাহজাহান উচ্চ আদালতে আপিলের কথা জানিয়েছেন।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মানিকগঞ্জ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close