আব্দুস সালাম বাবু, বগুড়া

  ১৭ মার্চ, ২০২৪

বঙ্গবন্ধুর জন্মদিন

উপহার পেয়ে খুশি চিকিৎসাধীন শিশুরা

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষ্যে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের মধ্যে রবিবার বিভিন্ন উপহার দেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক মোস্তফা আলম নান্নু। ছবি: প্রতিদিনের সংবাদ

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কয়েকজন শিশু, তবে মুহূর্তেই তাদের চোখমুখে হাসির ঝিলিক, খুশি তাদের অভিভাবকও। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চিকিৎসাধীন শিশুদের মধ্যে খেলনা ও বই উপহার দিয়েছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল।

রবিবার (১৭ মার্চ) দুপুরে হাসপাতালের শিশু ওয়ার্ডে কেক কাটা ও আলোচনা সভা শেষে শিশুদের কেক খাওয়ানো হয়। পরে শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন শিশুদের বিভিন্ন উপহার তুলে দেন বগুড়া-৭ আসনের সংসদ সদস্য (এমপি) অধ্যাপক ডা. মোস্তফা আলম নান্নু। এ সময় শিশুসহ ভর্তি রোগী ও তাদের স্বজনের মধ্যে কেক বিতরণ করে ২৫০ শয্যা বিশিষ্ঠ ওই হাসপাতাল কর্তৃপক্ষ।

এর আগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে হাসপাতাল চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করা হয়। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কাজী মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বগুড়া শজিমেক অধ্যক্ষ প্রফেসর ডা. রেজাউল আলম জুয়েল, স্বাচিপ সভাপতি সামির হোসেন মিশু, হাসপাতালের শিশু বিভাগের কনসালটেন্ট শারমিন আফরোজী শিল্পী, ডা. আজিজুল হক, ডা. ফারুক হোসেন, ডা. এম আর রহমান রাজীব, ডা. শিল্পী, আরএমও ডা. শফিক আমিন কাজল, ডা. খায়রুল বাশার মোমিন বক্তব্য দেন।

শিশুরোগ বিশেষজ্ঞ এম আর রহমান রাজীব জানান, অসুস্থ শিশুরা যদি কোনোভাবে আনন্দিত হয়, তখন তাদের রোগ দ্রুত ভালো হয়ে যায়।

হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র কনসালটেন্ট শারমিন আফরোজী শিল্পী বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মদিনে উপহার সামগ্রী পেয়ে চিকিৎসাধীন শিশুরা খুবই আনন্দিত। এখানে চিকিৎসাধীন ৩২ জন শিশুকে বিভিন্ন খেলনা ও বই উপহার দেওয়া হয়েছে।’

অনুষ্ঠানের এমপি অধ্যাপক ডা. মোস্তফা আলম নান্নু বলেন, ‘আমাদের সন্তানকে মহান মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানাতে হবে। জাতির জনক বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা লাল সবুজের পতাকা পেয়েছি, এই ইতিহাস তাদের অবগত করতে হবে।’ ভালোভাবে পড়াশুনা করে সন্তানকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার আহবান জানান তিনি।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বগুড়া
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close