ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি

  ১২ মার্চ, ২০২৪

পানের বরজে আগুন

ভেড়ামারায় ক্ষতিগ্রস্ত ১২০০ পান চাষির তালিকা 

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার ভেড়ামারার বাহাদুরপুর ইউনিয়নের পানবরজে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়েছেন হাজারো কৃষক। জীবিকা নির্বাহের একমাত্র সম্বল হারিয়ে অনিশ্চয়তায় রয়েছেন তারা।

ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত ক্ষতিগ্রস্ত ১২০০ পান চাষির তালিকা তৈরি করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের এ তালিকা ক্রমবর্ধমানরূপে বাড়ছে। রবিবার (১০ মার্চ) ভেড়ামারা উপজেলায় বাহাদুরপুর ইউনিয়নের ছয়টি গ্রামে কয়েক হাজার বিঘা পানের বরজ আগুনে পুড়ে যায়।

সোমবার (১১ মার্চ) সরেজমিনে বাহাদুরপুর ইউনিয়নের মাধবপুরের পানচাষি বিধবা খাদিজা বেগম বলেন, ‘সোমবার বাজারের দিন, পান বিক্রি কইরি বাজার করার কথা ছিল আমার, আমার এক বিঘি ভূইয়ের সব পান পুইরি ছারখার হয়া গিছে। কাল রমজানের পয়লা সেহরি কি দিয়া কইরবো কিছুই জানিনা। ছেলেমেয়ে নিয়ে কোথায় যাব দুই চোখে আন্ধার দেখছি।’

আরেকজন পানচাষি পরিবার নান্টু ও রেখা (স্বামী-স্ত্রী) মিলে গড়ে তুলেছিলেন ১০০ পিলি পানের বরজ। তারা জানান, ‘মানুষের বাড়িতে কামলা খাটা ছাড়া তাদের আর কোন উপায় নেই। কিভাবে কিস্তির টাকা মেটাবে? কিভাবে ছেলে মেয়ে নিয়ে দিন পার করবে?’

বাহাদুরপুর ইউনিয়নের স্থানীয় চেয়ারম্যান সোহেল রানা পবন বলেন, ‘এখন পর্যন্ত আমরা ক্ষতিগ্রস্ত ১২০০ পান চাষির তালিকা করতে পেরেছি। এর মধ্যে রাইটার ৪০০ জন, আরকান্দির ৩০০ জন, মাধবপুরের ২০০ জন, গোসাই পাড়ার ১০০ জন, মালিপাড়ার ১০০ জন, মেঘনাপাড়ার ১০০ জনের তালিকা পেয়েছি। ক্ষতির পরিমাণ ১০০ কোটিরও বেশি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আকাশ কুমার কুন্ডু জানান, এখন পর্যন্ত ১২০০ ক্ষতিগ্রস্ত পানচাষির তালিকা পেয়েছেন। এটা আরো বৃদ্ধি পাবে। তালিকা সম্পন্ন হলে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুষ্টিয়া,ভেড়ামারা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close