ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

  ১০ মার্চ, ২০২৪

ঈশ্বরগঞ্জে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

ছবি: প্রতিদিনের সংবাদ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আগুনে পুড়ে আল আমিন (৮) নামে শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৯ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার সরিষা ইউনিয়নের খানপুর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই গরু ছাগলসহ বসতঘর পুড়ে যায়। আল আমিন উপজেলার সরিষা ইউনিয়নের খানপুর গ্রামের জুয়েল মিয়ার ছেলে।

জানা যায়, উপজেলার সরিষা ইউনিয়নের খানপুর গ্রামের নুরুল হক তার ঘরে আগুন দেখে ডাক চিৎকার শুরু করে। পরে আশপাশের লোকজন এসে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু মুহূর্তে আগুন ছড়িয়ে পরায় আগুনে শিশুসহ গরুছাগল, গোয়ালঘর ও বসতঘর পুড়ে যায়।

বাড়ির মালিক নূরুল হক জানান, সর্বনাশা আগুনে তার নাতির প্রাণ গেল। এ ছাড়া তার ১টি গোয়ালঘর, ১টি গরু, ১টি ছাগল, বসতঘরসহ নগদ ১৮ হাজার টাকাসহ ঘরের আসবাবপত্র পুড়ে গেছে।

নিহত শিশুর বাবা জুয়েল মিয়া বলেন, ‘আগুন লাগার আগে আল আমিন কখন যে ওই ঘরের ভেতরে গেল কেউ বুঝতে পারি নাই।’

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, আগুনে গরুছাগল বসত ঘরসহ এক শিশুর মৃত্যু হয়।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ময়মনসিংহ,ঈশ্বরগঞ্জ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close