মাসুম বিল্লাহ, শালিখা (মাগুরা)

  ০৭ মার্চ, ২০২৪

মাগুরার শালিখা

এ যেন আরেকটি  রেসকোর্স ময়দান!

 মাগুরার শালিখায় দিনব্যাপী নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করে উপজেলা প্রশাসন। ছবি: প্রতিদিনের সংবাদ

মঞ্চের সামনের হাজারো জনতা। গায়ে সাদা পাঞ্জাবি, হাতে লাঠিসোটা, মাথায় সাদা টুপি ও মাথাল নিয়ে স্লোগানে দিচ্ছে ‘জয় বাংলা’। স্লোগানে মুখরিত মাগুরার শালিখা উপজেলার আড়পাড়া আইডিয়াল হাই স্কুলের পুরো প্রাঙ্গণ। এ যেন আরেক রেসকোর্স ময়দান।

সেই পুরাতন গাড়ি ধীরে এগিয়ে আসছে। চারিদিক তখন স্লোগানে মুখরিত। গাড়ি থেকে নেমে সফর সঙ্গীদের নিয়ে উঠলেন মঞ্চে। জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাজে ঐতিহাসিক ‘৭ই মার্চের’ ভাষণ দেয় স্কুলের দশম শ্রেণীর শিক্ষার্থী সাজিদ রায়হান। মাইকে প্রচার হচ্ছিল বঙ্গবন্ধুর সেই কালজয়ী ভাষণ, ‘ভাইয়েরা আমার, আজ দুঃখ ভারাকান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি...’

এ সময় উপস্থিত ছিলেন মাগুরা-২ আসনের সংসদ সদস্য (এমপি) ড. বীরেন শিকদার, শালিখা উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হরেকৃষ্ণ অধিকারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্যামল কুমার দে, সাধারণ সম্পাদক ইলিয়াচুর রহমান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান, সদস্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীসহ হাজারো লোকজন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বীরেন শিকদার বলেন, ‘১৯৭১ মালের ৭ই মার্চে বঙ্গবন্ধুর সেই কালজয়ী ভাষণের মাধ্যমেই বাঙ্গালী জাতি ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা যুদ্ধে লিপ্ত হয়, স্বাধীনতা অর্জন করে।’

বৃহস্পতিবার (৭ মার্চ) শালিখায় দিনব্যাপী নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালন করেছে উপজেলা প্রশাসন। কার্যক্রমের মধ্যে সকালের দিকে ছিল বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী। দিনের দ্বিতীয়ার্ধে আড়পাড়া সরকারি আইডিয়াল হাই স্কুল মাঠের বঙ্গবন্ধুর ভাষণ দান অনুষ্ঠিত হয়। পরে বঙ্গবন্ধুকে নিয়ে তৈরি ‘মুজিব: একটি জাতির পিতা’ চলচ্চিত্র প্রদর্শন করা হয়। সন্ধ্যায় সকল সরকারি-বেসরকারি, স্বায়ত্তশাসিত, প্রতিষ্ঠানে আলোকসজ্জা প্রদর্শন করা হয়।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাগুরা,শালিখা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close