মাগুরা প্রতিনিধি

  ০৭ মার্চ, ২০২৪

মাগুরায় বইমেলা উদ্বোধন করলেন সাকিব আল হাসান

মাগুরা শহরের সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শহীদ মিনার চত্ত্বরে মেলার উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান।ছবি: প্রতিদিনের সংবাদ

মাগুরায় শুরু হয়েছে ‘একুশের রক্তরাঙা পথ বেয়ে স্বাধীনতা’ শীর্ষক বইমেলা। স্বাধীনতা বইমেলা বাস্তবায়ন কমিটির উদ্যোগে বৃহস্পতিবার (৭ মার্চ) বিকেল তিনটায় মাগুরা শহরের সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শহীদ মিনার চত্ত্বরে এই মেলার উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান। এ বইমেলা চলবে আগামী ৯ মার্চ পর্যন্ত।

মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ ও স্বাধীনতা বইমেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক প্রফেসর রেজভী জামান এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসান। বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রানা আমির ওসমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আনিসুর রহমান খোকনসহ অন্যরা।

উদ্বোধনে সাকিব আল হাসান বলেন, ‘বই পড়ার মাধ্যমে মানুষের জ্ঞানের রাজ্য বিকশিত হয়। আর এভাবেই ব্যক্তি ও দেশ উভয় এগিয়ে যায়। এ ধরনের বইমেলা প্রতিবছর আয়োজন করতে পারলে মাগুরা আরো বিকশিত হবে।’

আয়োজক কমিটির আহ্বায়ক প্রফেসর রেজভি জামান বলেন, ‘একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে বইয়ের কোন বিকল্প নেই। বইকে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে এ বইমেলার আয়োজন।’

মেলায় বিশ্বসাহিত্য কেন্দ্রের ভ্রাম্যামাণ লাইব্রেরি, গণহত্যা জাদুঘর খুলনা, মহিলা পরিষদ, প্রথমআলো বন্ধুসভাসহ বিভিন্ন প্রকাশনাসহ মোট ১৩টি স্টল স্থাপিত হয়েছে।এ বইমেলা উপলক্ষে প্রতিদিন বিকাল থেকে রাত অবধি সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা হবে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মাগুরা,বইমেলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close