সিরাজগঞ্জ প্রতিনিধি

  ২০ ফেব্রুয়ারি, ২০২৪

কাজীপুরে মহিলা কলেজের গাছ বিক্রি, তদন্ত কমিটি 

ছবি: প্রতিদিনের সংবাদ

সিরাজগঞ্জের কাজীপুরে গান্ধাইল ইউনিয়নের উদগাড়ীতে আঞ্চলিক মহিলা কলেজের অধ্যক্ষ অবৈধভাবে গাছ কেটে বিক্রির অভিযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামীম আরা জানান, গত ৩ ফেব্রুয়ারি আঞ্চলিক মহিলা কলেজের গাছ কাটা এবং বিক্রি সংক্রান্ত বিষয়ে তদন্তের নির্দেশ পান তিনি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসার পর শিক্ষা কর্মকর্তাকে সরজমিনে তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন ইউএনও মো. সোহরাব হোসেন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সরেজমিনে শিক্ষাপ্রতিষ্ঠানে তদন্ত করে নির্বাহী কর্মকর্তার কাছে প্রতিবেদন উপস্থাপন করা হয়।

এর আগে, কাজীপুর উপজেলার উদগাড়ী গ্রামে ১৯৯৯ সালে স্থাপিত হয় আঞ্চলিক মহিলা কলেজ। প্রতিষ্ঠাকালে রোপণ করা অর্ধশতাধিক ইউক্যালিপটাস, আকাশমণি, শিলকড়ই, বটগাছ পাঁচ লাখ টাকার অধিক মূল্যের এসব গাছ দেড় লাখ টাকায় অবৈধভাবে বিক্রির কথা জানান স্থানীয় বাসিন্দারা।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিরাজগঞ্জ,কাজীপুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close