নাটোর প্রতিনিধি

  ১৭ ফেব্রুয়ারি, ২০২৪

বিএফএফ-সমকাল দশম জাতীয় বিজ্ঞান বির্তক উৎসব

ছবি: প্রতিদিনের সংবাদ

নাটোরে বিএফএফ-সমকাল দশম জাতীয় বিজ্ঞান বির্তক উৎসব-২০২৪ হয়েছে। এটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর পৌর মেয়র উমা চৌধুরী জলি। গতকাল শনিবার নাটোর সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের পুরাতন ভবনের চারটি শ্রেণি কক্ষে স্থানীয় ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ জন প্রতিযোগি বিতর্কে অংশ নেয়।

যুক্তি তর্কের লড়াইয়ে অংশ নেওয়া ৮ শিক্ষা প্রতিষ্ঠান হলো, নাটোর সরকারী বালক উচ্চ বিদ্যালয়, সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, নববিধান বালিকা উচ্চ বিদ্যালয়, নাটোর কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ, নাটোর পুলিশ লাইনস স্কুল এন্ড কলেজ, গ্রীন একাডেমী উচ্চ বিদ্যালয়, বনলতা বালিকা উচ্চ বিদ্যালয় ও লক্ষ্মিপুর দারুল উলুম আলিম মাদরাসা।

প্রতিযোগীতায় বিজয়ী হয় নাটোর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজ এবং রানার্স আপ হয় নাটোর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা হয়েছেন নাটোর পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের আফনান জাহান ঐশী। এ প্রতিযোগীতার মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন প্রবীন শিক্ষাবিদ সবিধ কুমার মৈত্র অলোক, সঞ্চালক ছিলেন নাটোর সমকাল সুহৃদ সমাবেশের সদস্য সচিব প্রভাষক মাহবুবুর রহমান।

বিচারকের দায়িত্ব পালন করেন অধ্যাপক সুবিধ কুমার মৈত্র, খগেন্দ্রনাথ রায়, সহকারি অধ্যাপক অশোক কুমার ভদ্র, সহকারি অধ্যাপক আব্দুর রাফে, সহকারি অধ্যাপক সালমা আক্তার, সহকারি প্রধান শিক্ষক সুমন কুমার আচার্য, সহকারি শিক্ষক নওশেদ আলী, ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরীর সম্পাদক আলতাফ হোসেন, রাবির পিএইচডি গবেষক ভাস্কর সরকার।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আবু নাছের ভূঞাঁ। পৌর মেয়র উমা চৌধুরী বলেন, বিজ্ঞানকে শিক্ষার্থীদের কাছে সহজ ও সহজলভ্য করে তুলতে এমন উদ্যোগ সতিই প্রশংসার দাবি রাখে।

পিডিএস/এস

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নাটোর,বিএফএফ-সমকাল,জাতীয় বিজ্ঞান বির্তক উৎসব-২০২৪
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close