চট্টগ্রাম ব্যুরো

  ১৬ ফেব্রুয়ারি, ২০২৪

এমপি মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ছবি: প্রতিদিনের সংবাদ

নির্বাচন কমিশনের আচরণ বিধি ভঙ্গের অভিযোগে মামলায় আদালতে হাজির না হওয়ায় চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রামের চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিনের আদালত এ আদেশ দেন। বিচারক এ মামলায় পরবর্তী শুনানির জন্য ১২ মে নির্ধারণ করেছেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, ‘ বৃহস্পতিবার তিনি (মহিউদ্দিন বাচ্চু) অনুপস্থিত ছিলেন। বাদী পক্ষও হাজির হয়নি। সমন ফিরে আসায় গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

এদিকে মহিউদ্দিন বাচ্চুর আইনজীবী আবু সাঈদ রবি বলেন, ‘সংসদ অধিবেশন চলায় তিনি ঢাকায় আছেন। ধার্য দিনে আদালতে হাজির হতে পারেননি। সময়ের আবেদন করেছিলাম। আশা করি, রবিবার তিনি আদালতে হাজির হতে পারবেন।’

সম্প্রতি চট্টগ্রাম-১০ আসনে ভোটের আগে নিজ এলাকার মসজিদে অনুদানের চেক বিতরণ করায় আচরণ বিধি ভঙ্গের অভিযোগে সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চুর বিরুদ্ধে মামলা করে নির্বাচন কমিশন (ইসি)।

পিডিএস/জেডকে

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,এমপি,বাচ্চু,গ্রেপ্তারি,পরোয়ানা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close