সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি

  ০২ ফেব্রুয়ারি, ২০২৪

সিংগাইরে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ বন্ধ

প্রতীকী ছবি

মানিকগঞ্জের সিংগাইরে মাহিমা আক্তার (১৭) এক কলেজ পড়ুয়া ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করেছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার বসু। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সিংগাইর পৌরসভা গোলড়া গ্রামে এ ঘটনা ঘটে। ভিকটিম মাহিমা আক্তার ওই এলাকার মো. শেখ আসাদের মেয়ে।

ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, মাহিমা সিংগাইর সরকারি কলেজের বানিজ্য বিভাগের ১ম বর্ষের ছাত্রী। তার ইচ্ছার বিরুদ্ধে কলেজ পড়ুয়া ডিগ্রীর ছাত্র পৌর এলাকার গোবিন্ধল গ্রামের আলমগীর হোসেনের ছেলে রনির সাথে গত ৩০ জানুয়ারিতে আংটি পড়ানো হয়। ২ ফেব্রুয়ারি রেজিস্ট্রির প্রস্তুতি চলছিলো। বিষয়টি প্রশাসন জানতে পেরে বৃহস্পতিবার বিকেলে মেয়ের বাবাকে অফিসে ডেকে এনে বিবাহ বন্ধের নির্দেশ দিয়ে মুচলেকা নেওয়া হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার পলাশ কুমার বসু বিষয়টি নিশ্চিত করে জানান, বাল্যবিবাহে আমরা জিরো ট্রলারেন্স। এমন অভিযান অব্যাহত থাকবে।

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বাল্যবিবাহ বন্ধ,ইউএনও,সিংগাইর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close