টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

  ০১ ফেব্রুয়ারি, ২০২৪

টুঙ্গিপাড়ায় তিন হাজার মিটার অবৈধ চায়না জাল ধ্বংস

ছবি: প্রতিদিনের সংবাদ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অভিযান চালিয়ে তিন হাজার মিটার নিষিদ্ধ চায়না ম্যাজিক জাল জব্দ করেছে মৎস্য অধিদপ্তর। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলার গোপালপুর ইউনিয়নের বিভিন্ন খাল-বিল থেকে এসব জাল জব্দ করা হয়।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈনুল হকের নির্দেশনায় সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাস এই নিষিদ্ধ চায়না জাল জব্দ করেন। পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে সেগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়।

এ সময় সহকারি কমিশনার (ভূমি) জহিরুল আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম সহ মৎস্য কার্যালয়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করে ইউএনও মঈনুল হক বলেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ খাল-বিলে অবৈধ চায়না জাল ফেলে দেশী প্রজাতির মাছ ধ্বংস করে আসছে। এমন খবরের ভিত্তিতে গোপালপুরে অভিযান চালিয়ে তিন হাজার মিটার অবৈধ চায়না ম্যাজিক জাল জব্দ করা হয়। পরে সেগুলো জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। দেশি প্রজাতির মাছ সংরক্ষণে অবৈধ চায়না জালের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গোপালগঞ্জ,টুঙ্গিপাড়া
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close