প্রতিদিনের সংবাদ ডেস্ক

  ৩০ জানুয়ারি, ২০২৪

সংক্ষিপ্ত খবরে সারাদেশ

ছবি: প্রতীকি

গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের সীতাকুণ্ডে শওকত হত্যা মামলায় মাহবুব আলম (৩৫) নামে আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। সোমবার (২৯ জানুয়ারি) সীতাকুণ্ড থানার আকিলপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাহবুব উত্তর আকিলপুর গ্রামের বাসিন্দা। গতকাল মঙ্গলবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব। র‌্যাব জানিয়েছে, ২০২১ সালের মার্চ মাসে স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শওকত নামে এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় সীতাকুণ্ডন্ড থানায় ১৪ জনকে আসামি করে একটি মামলা হয়। মাহবুব তাদের মধ্যে অন্যতম।

ব্যাডমিন্টন টুর্নামেন্ট

বেরোবি প্রতিনিধি

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) রংপুরে তিন দিনব্যাপী আন্তঃবিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৪ শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে শারীরিক শিক্ষা বিভাগের আয়োজনে এই প্রতিযোগিতা শুরু হয়। আগামী ১ ফেব্রুয়ারি চুড়ান্ত খেলা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের মোট ১৯টি বিভাগ অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট ড. বিজন মোহন চাকী, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট মীর তামান্না ছিদ্দিকাসহ অন্যরা।

মতবিনিময় সভা

হবিগঞ্জ প্রতিনিধি

হবিগঞ্জে পেঁয়াজ ও চালের বাজার স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক জিলুফা সুলতানা। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা হয়। জেলা প্রশাসক জিলুফা সুলতানার সভাপতিত্বে সভায় ব্যবসায়ীরা পেঁয়াজ-চাল ও নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ রাখার সর্বাত্মক চেষ্টা করবেন বলে জানান। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক প্রিয়াংকা পাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আবুল মনসুর, ধান-চাল মেইল মালিক সমিতির সভাপতি শংকর পালসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বার্ষিক ক্রীড়া

পটুয়াখালী প্রতিনিধি পটুয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মাঠে দিনব্যাপী ১০৬তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরণী-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় মাঠে এ বার্ষিক ক্রীড়া হয়। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. নূর কুতুবুল আলম। ক্রীড়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম। এ সময় ক্রীড়ানুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম, সিভিল সার্জন জনাব এস এম কবির হাসানসহ অন্যরা।

শিক্ষা অফিসের সভা

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরে প্রাথমিক পর্যায়ে শিক্ষার মান আরো উন্নয়নের লক্ষ্যে জেলার কিন্ডারগার্টেন বিদ্যালয়ের প্রধানদের সঙ্গে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার দুপুরে আছমত আলী খান অডিটরিয়ামে এ সভা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মাসুদ করিম। বিশেষ অতিথি হিসেবে সদর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সৈয়্যাদাতুন নেছা রুপা, মো. মহসীন মোল্লা, মো. মজিবর রহমানসহ জেলার বিভিন্ন কিন্ডারগার্টেন বিদ্যালয়ের প্রধানরা উপস্থিত ছিলেন।

লেখা প্রতিযোগিতা

কালিহাতী প্রতিনিধি

টাঙ্গাইলের কালিহাতীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হুসেইন। প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল হালিম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল ছালেক, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল খান, মীর সাইফুল ইসলাম, শামীমা শবনম ও সাতুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনা নাসরিন।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সংক্ষিপ্ত খবরে সারাদেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close