মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি

  ২৬ জানুয়ারি, ২০২৪

মঠবাড়িয়ায় পলিথিন জমা দিয়ে কম্বল পেল শিশুরা

পিরোজপুরের মঠবাড়িয়ায় বড়মাছুয়া আশ্রায়ণের প্রায় অর্ধশতাধিক শীতার্ত শিশুদের মধ্যে পলিব্যাগের বিনিময়ে এ কম্বল উপহার দেওয়া হয়। ছবি: প্রতিদিনের সংবাদ

পিরোজপুরের মঠবাড়িয়ায় পরিবেশ ক্ষতিকারক পলিথিন জমা দিয়ে কম্বল পেল সমাজে পিছিয়ে পড়া শীতার্ত শিশুরা। স্থানীয় সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্নের মুক্তি ফাউন্ডেশ’ এর তরুণদের উদ্যোগে শুক্রবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলার বড়মাছুয়া আশ্রায়ণের প্রায় অর্ধশতাধিক শীতার্ত শিশুদের মধ্যে পলিব্যাগের বিনিময়ে এ কম্বল উপহার দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির প্রতিষ্ঠাতা পরিচালক আবদুল্লাহ আল অভি, তরুণ স্বেচ্ছাসেবী সংগঠক মাছুম বিল্লাহ, নাসরুল, সোহেল ইসলাম, আবু হেনা রনি প্রমুখ।

আশ্রায়ণের শিশু মনির বলে, ‘আমাগো এলাকায় এবার অনেক শীত। আমরা দুই ভাই একটা কম্বল গায় দেতাম এহন দুজনার দুইডা কম্বল অইচে। আমরা পলিব্যাগ টোহাইয়া হেইয়া দিয়া কম্বল পাইছি।’

আশ্রয়ণের বাসিন্দা বিপ্লব আকন বলেন, ‘পলিথিনের বিনিময়ে কম্বল পেয়ে শিশুরা অনেক খুশি। পাশাপাশি আমরা পলিথিন ও পরিবেশ সম্পর্কে অনেক কিছু বুঝতে পেরেছি। আমরা পলিথিন ব্যবহার কমিয়ে দেব।’

স্বপ্নের মুক্তি ফাউন্ডেশ এর পরিচালক আবদুল্লাহ আল অভি জানান, পরিবেশ সুরক্ষায় শিশুদের সচেতন করার লক্ষ্যে পলিব্যাগের বিনিময়ে কম্বল উপহার এটি ‘উষ্ণতার ছোয়া প্রকল্প’ একটা সামাজিক সচেতনতামূলক প্রচার। এ প্রচারের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া শিশুরাও পরিবেশ সুরক্ষায় সচেতন হবে।

এর আগে, সংগঠনটি ২০২১ সাল থেকে রক্তদান নিয়ে কাজ করলেও বর্তমানে শিশুদের জীবনমান উন্নয়ন ও ভবঘুরেদের নিয়ে কাজ করছে।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পিরোজপুর,মঠবাড়িয়া
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close