বেতাগী (বরগুনা) প্রতিনিধি

  ২৩ জানুয়ারি, ২০২৪

সা.সম্পাদকের ওপর হামলা, বরগুনায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

অনির্দিষ্টকালের জন্য বরগুনা-বেতাগী রুটে বাস চলাচল বন্ধ। মঙ্গলবার (২৩ জানুয়ারি) বিকেলে বেতাগী বাসস্ট্যান্ড থেকে তোলা। ছবি: প্রতিদিনের সংবাদ

বরগুনায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতি। সংগঠনটির সাধারণ সম্পাদক মো. ছগীরের ওপর হামলার প্রতিবাদে সোমবার (২২ জানুয়ারি) সকাল থেকে বরগুনা-বেতাগী রুটসহ জেলার সব রুটে কোনো বাস ছেড়ে যায়নি। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল থেকে এ রুটে কোনো বাস ছেড়ে যায়নি। এতে সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছে।

জেলা বাস মালিক সমিতি সূত্রে জানা গেছে, রবিবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে একটি ফেস্টুন লাগানোকে কেন্দ্র করে জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমাম হাসান শিপন লোকজন নিয়ে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক ছগীরের ওপর হামলা চালায়। বাস চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে জরুরি কাজে নিয়োজিত যাত্রীরা। বেতাগী থেকে শতাধিক চাকুরিজীবী জেলা সদরে বিভিন্ন পতে চাকরি করছেন।

জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা কিসলু এ বিষয়ে বলেন, ‘এটি ন্যাক্কারজনক ঘটনা। এ রকম পরিস্থিতির সম্মুখীন আমরা আর কখনো হইনি। আমাদের অফিস ভাঙচুর করা হয়েছে।’

বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের জ্যেষ্ঠ সহকারি শিক্ষক বিভূতি ভূষণ বিশ্বাস বলেন, ‘বরগুনা সদরে বাসা থাকায় প্রতিদিন ৩২ কিমি দূরে গিয়ে ক্লাশ করতে হচ্ছে।’

জেলা বাস মালিক সমিতির সহ-সভাপতি মো. খলিলুর রহমান বলেন, ‘অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে। দুই পক্ষ আলোচনায় বসে দ্রুত সমাধান করা হবে।’

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বরগুনা,বেতাগী
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close