মানিকগঞ্জ প্রতিনিধি

  ১৬ জানুয়ারি, ২০২৪

মানিকগঞ্জ সদর

প্রেমের সূত্রে অন্তঃসত্ত্বা স্কুলছাত্রী, ঝুলন্ত মরদেহ উদ্ধার 

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জে অন্তঃসত্ত্বা এক স্কুলছাত্রী ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। কিশোর-প্রেমের সম্পর্কের জেরে অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি প্রেমিক ও তার পরিবারের লোকজন মেনে না নেওয়ায় ওই ছাত্রী আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে বলে পরিবারের দাবি। সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার একটি গ্রামে নিজের ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে ফাঁস নেয় সে। স্থানীয় বাসিন্দাদের ধারণা, পরিবার ও তার নিজের সম্মানের কথা ভেবে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছে ওই স্কুলছাত্রী।

মৃত্যুর ঘটনায় স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছেন। তবে ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোরকে এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না। স্থানীয়রা বলছেন, স্কুলছাত্রীর মৃত্যুর কথা জানার পর ওই কিশোর গা-ঢাকা দিয়েছে।

মরদেহ উদ্ধার হওয়া স্কুলছাত্রী স্থানীয় একটি উচ্চবিদ্যালয়ে সপ্তম শ্রেণিতে পড়ত। অভিযুক্ত কিশোর একই এলাকার বাসিন্দা ও একটি কারিগরি স্কুল অ্যান্ড কলেজের পড়ালেখা করে। স্কুলছাত্রীল বড় বোন জানান, প্রায় দুই বছর ধরে তার বোনের সঙ্গে একই এলাকার এক কিশোরের (১৩) প্রেমের সম্পর্ক চলছিল। এই সূত্রে তারা শারীরিক সম্পর্কে জড়ায়। এতে তার বোন ২ মাসের অন্তঃসত্ত্বা ছিল। গর্ভ নির্ধাণ পরীক্ষার (প্রেগনেন্সি কিট) মাধ্যমে অন্তঃসত্ত্বার বিষয়টি নিশ্চিত হওয়ার পর কিশোর প্রেমিককে জানায় স্কুলছাত্রী। কিন্তু ওই কিশোর ও তার পরিবারের লোকজন বিষয়টি অস্বীকার করে উল্টো স্কুলছাত্রীর পরিবারকে শাসায়। তখনও বিষয়টি দুই পরিবারের বাইরে কেউ জানত না।


  • মৃত্যুর ঘটনায় কিশোর ও তার পরিবারের বিরুদ্ধে মামলা স্কুলছাত্রীর বাবার।
  • ঘটনার পর থেকে অভিযুক্ত কিশোরকে এলাকায় খুঁজে পাওয়া যাচ্ছে না।

স্কুলছাত্রীর বোন বলেন, ‘প্রেম ও অন্তঃসত্ত্বার ঘটনার জন্য, কিশোরের পরিবার অস্বীকার করায় বোনকে (স্কুলছাত্রী) একাধিকবার বকাঝকা করা হয়। আমাদের মনে হচ্ছে, পরিবারের মানসম্মান ও লোকলজ্জার ভয়ে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ওই কিশোর প্রেমের কথা বলে ফুসলিয়ে আমার বোনকে অন্তঃসত্ত্বা করছে, তার কারণেই আমার বোন মারা গেছে।’ তিনি এর বিচার দাবি করেন।

স্কুলছাত্রীর দাদী জানান, ‘আমার নাতনির মা নাই। অভাব-অনটনের মধ্যেও সবাই মিলে তাকে পড়ালেখা করাচ্ছি। কিন্তু ওই কিশোরের কারণে অল্প বয়সে তার মরতে হলো। আমি এর বিচার চাই।’

অভিযোগ বিষয়ে জানতে চাইলে কিশোরের বাবা বলেন, ‘মেয়েটির সঙ্গে আমার ছেলের কোনো ধরনের সর্ম্পক ছিল না। তবে মেয়েটি সঙ্গে আমার মেয়েরা খেলাধূলা করত।’

জানতে চাইলে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন বলেন, ‘খবর পেয়ে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গের পাঠানো হয়েছে। এ বিষয়ে কিশোরীর বাবা বাদী হয়ে সদর থানায় একটি মামলা করেছেন। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মানিকগঞ্জ,আত্মহত্যা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close