খাগড়াছড়ি প্রতিনিধি

  ১৬ জানুয়ারি, ২০২৪

গুইমারায় গাঁজা খেত পুড়ালো প্রশাসন

ছবি: প্রতিদিনের সংবাদ

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় ৩ একর জমির ওপর চাষ করা গাঁজা খেত পুড়িয়েছে গুইমারা প্রশাসন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) উপজেলার বাইল্যাছড়ি চৌধুরী পাড়া এলাকায় প্রায় ৩ হাজার গাছ কেটে পুড়িয়ে ধ্বংস করে প্রশাসন।

সেনাবাহিনী ও পুলিশ এর যৌথ অভিযানে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফুল আমিন এর নেতৃত্বে গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজিব চৌধুরীর উপস্থিতিতে এগুলো পুড়ানো হয়।

ঘটনাস্থল পরিদর্শন করেন খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর ও খাগড়াছড়ি জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ফরিদ আলম। এ সময় মাদক কারবারীদের র্নিমূলে পুলিশ কাজ করছে বলে জানান পুলিশ সুপার মুক্তা ধর।

গুইমারা থানার ওসি মুহাম্মদ আরিফুল আমিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে প্রায় ৩ একর জায়গার উপর চাষ করা গাঁজা ক্ষেতের সন্ধান পায় প্রশাসন। বর্তমান পুলিশ সুপারের নির্দেশনায় পুলিশ প্রশাসন সক্রিয় আছে।

গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রাজিব চৌধুরী বলেন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণে প্রশাসন সজাগ।

পিডিএস/আরডি

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
খাগড়াছড়ি,গুইমারা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close